TRENDING:

রবীন্দ্র স্মরণ নোবেল পুরস্কারের ট্যুইটারে, ফিরে এল শতবর্ষ পেরিযে যাওয়া দিনের স্মৃতি

Last Updated:

অনূদিত ইংরাজি কবিতার একটি লাইনও সেখানে শেয়ার করেছে নোবেল কর্তৃপক্ষ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ১৯১৩ সালে কথা স্মরণ নোবেল কর্তৃপক্ষের৷ আর সেই স্মরণের কেন্দ্রে রবীন্দ্রনাথ ঠাকুর৷ অ-ইওরোপীয় হিসাবে যাঁর হাতে প্রথমবার নোবেল পুরস্কার এসেছিল৷ সেই উপলক্ষ্যেই একটি ছবি সম্প্রতি শেয়ার করা হয়েছে নোবেল কর্তৃপক্ষের ট্যুইটার হ্যান্ডেল থেকে৷ বৃহস্পতিবার ঘোষণা করা হয়েছে ২০২২ সালের সাহিত্যে নোবেল পুরস্কার প্রাপকের নাম৷ আর তার আগেই শেয়ার করা হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ছবি৷
advertisement

আরও পড়ুন: ২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে

অনূদিত ইংরাজি কবিতার একটি লাইনও সেখানে শেয়ার করেছে নোবেল কর্তৃপক্ষ৷ পাশাপাশি লেখা হয়েছে, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে৷ তাঁর সংবেদনশীল, নতুন ও অসাধারণ কবিতাগুলির জন্য৷ তিনিই প্রথম অ-ইওরোপীয় হিসাবে নোবেল পুরস্কার পান৷’ পাশাপাশি, এই ট্যুইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি ছবিও৷ পাশাপাশি, নোবেলের ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও ভিন্ন ছবি ব্যবহার করে একই পোস্ট করা হয়েছে৷

advertisement

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার আগের দিন, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, আর্নেস্ট হেমিংওয়ের মতো সাহিত্যিকের কথাও স্মরণ করা হয়েছে৷ হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন৷ এ ছাড়াও ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল প্রাপ্ত টনি মরিসন, আফ্রিকান-আমেরিকান এই সাহিত্যিককেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
রবীন্দ্র স্মরণ নোবেল পুরস্কারের ট্যুইটারে, ফিরে এল শতবর্ষ পেরিযে যাওয়া দিনের স্মৃতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল