আরও পড়ুন: ২০ হাজার পাস শেষ, রেড রোডের কার্নিভালের পাসের চাহিদা তুঙ্গে
অনূদিত ইংরাজি কবিতার একটি লাইনও সেখানে শেয়ার করেছে নোবেল কর্তৃপক্ষ৷ পাশাপাশি লেখা হয়েছে, ‘রবীন্দ্রনাথ ঠাকুরকে ১৯১৩ সালে নোবেল পুরস্কার দেওয়া হয় সাহিত্যে৷ তাঁর সংবেদনশীল, নতুন ও অসাধারণ কবিতাগুলির জন্য৷ তিনিই প্রথম অ-ইওরোপীয় হিসাবে নোবেল পুরস্কার পান৷’ পাশাপাশি, এই ট্যুইটের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে একটি ছবিও৷ পাশাপাশি, নোবেলের ইনস্টাগ্রাম ও ট্যুইটারেও ভিন্ন ছবি ব্যবহার করে একই পোস্ট করা হয়েছে৷
advertisement
সাহিত্যে নোবেল পুরস্কার ঘোষণার আগের দিন, শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, আর্নেস্ট হেমিংওয়ের মতো সাহিত্যিকের কথাও স্মরণ করা হয়েছে৷ হেমিংওয়ে ১৯৫৪ সালে সাহিত্যের নোবেল পুরস্কারে ভূষিত হয়েছিলেন৷ এ ছাড়াও ১৯৯৩ সালে সাহিত্যে নোবেল প্রাপ্ত টনি মরিসন, আফ্রিকান-আমেরিকান এই সাহিত্যিককেও নোবেল পুরস্কার দেওয়া হয়েছে৷