TRENDING:

৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না হায়দরাবাদের কোনও কলে! কখন থেকে শুরু বিভীষিকা?

Last Updated:

আগামী ৬ তারিখ পাইপলাইন মেরামতি হবে। সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহে বিঘ্ন ঘটবে। কিছু অঞ্চলে জল সরবরাহ করা হলেও জলের বেগ কম থাকবে। এতে ফের বড় ভোগান্তির মুখোমুখি হবেন হায়দরাবাদের মানুষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তেলেঙ্গানা: গ্রীষ্মের দাবদাহের পর ঠিক সময়ে বর্ষা না আসলে জল সংকটে ভোগে বাংলার একাধিক জেলা। তাছাড়াও পাইপলাইনের সমস্যা থাকায় গত বছর অনেক এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে। শিলিগুড়ির পানীয় জল সমস্যায় একের পর এক ভোগান্তির ছবি নজরে এসেছে সদ্য।
৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না কোনও কলে! কখন থেকে শুরু 'এই রাজ্যের' বিভীষিকা?
৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না কোনও কলে! কখন থেকে শুরু 'এই রাজ্যের' বিভীষিকা?
advertisement

তার পরেই দু’দিন ধরে মেরামত করা হয়েছে সাপ্লাইয়ের লাইন। জল সংকট দেখা দিয়েছিল তাতেও। এমন পরিস্থিতি দেশের বহু প্রান্তে। দক্ষিণ ভারতের জলসমস্যা বহু বছরের। অধিকাংশ মানুষকে জল কিনে খেতে হয়। স্নানের জলও কিনতে হয় অনেক সময়। এবার শীতেও দেখা দিল জলকষ্ট।

আরও পড়ুন- স্নান করার সময় শরীরের কোন ‘অঙ্গে’ প্রথমে জল ঢালা উচিত? শীতে আপনার দারুণ কাজে লাগবে…!

advertisement

আরও পড়ুন- চলন্ত ট্রেনের ‘চেন’ টানলেন জিন্স-টপ পরা মহিলা, RPF কারণ জানতে চাইলে যা বললেন…শুনে শিউরে উঠল সবাই!

২৪ ঘণ্টা জল সরবরাহ বন্ধ থাকবে, ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে

advertisement

আগামী ৬ তারিখ তাই পাইপলাইন মেরামতি হবে। হায়দরাবাদের কিছু অংশে ৬ জানুয়ারি সকাল ৬টা থেকে ২৪ ঘণ্টার জন্য জল সরবরাহে বিঘ্ন ঘটবে। কিছু অঞ্চলে জল সরবরাহ করা হলেও জলের বেগ কম থাকবে। তিরতির করে জল পড়বে কল দিয়ে। এতে ফের বড় ভোগান্তির মুখোমুখি হবেন রাজ্যবাসী।

আরও পড়ুন- ইনিই বলেছিলেন ‘করোনা’ আসবে! ২০২৫ সাল নিয়ে কী ‘ভবিষ্যদ্বাণী’ ৩৮ বছরের যুবকের?

advertisement

যে যে অঞ্চল এমন সমস্যার মুখোমুখি হতে চলেছে সেগুলি হল- পাতাঞ্চেরু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, হায়দরাবাদ বিশ্ববিদ্যালয়, বিএইচইএল টাউনশিপ, বিএইচইএল ফ্যাক্টরি, এসবিআই ট্রেনিং সেন্টার, ডয়েন্স কলোনি, হাফিজপেট, মদিনাগুডা, গঙ্গারাম, চন্দনগর, লিঙ্গমপল্লি, জ্যোতি নগর, অশোক নগর, আরসি পুরম এবং পাতাঞ্চেরু।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

হায়দরাবাদ মেট্রোপলিটন ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যুয়ারেজ বোর্ড (HMWSSB) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মানজিরা ওয়াটার সাপ্লাই স্কিম ফেজ-১-এ পাইপলাইনে ফুটো হয়েছে। এই পাইপলাইনটি হায়দরাবাদে পানীয় জল সরবরাহ করে। ফুটো মেরামত ও সংযোগের কাজ করার জন্য জল সরবরাহে এই বিঘ্ন ঘটবে। প্রভাবিত অঞ্চলের বাসিন্দাদের জল সংরক্ষণ এবং বুঝে-শুনে জল ব্যবহার করার জন্য অনুরোধ জানানো হয়েছে। কাজ শেষ হওয়ার পর জল সরবরাহ পুনরায় শুরু হবে। সংশ্লিষ্ট এলাকাবাসীকে সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
৬ তারিখই সেই ভয়াবহ দিন! 'জল' থাকবে না হায়দরাবাদের কোনও কলে! কখন থেকে শুরু বিভীষিকা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল