লোকসভায় এদিন জানানো হয়, গোটা দেশে মদের উপর নিষেধাজ্ঞা জারি করার কোনও পরিকল্পনাই এইমুহূর্তে কেন্দ্রের নেই ৷ তবে কোনও রাজ্য যদি মদ নিষিদ্ধ করতে চায়, তবে সে ব্যাপারে কেন্দ্রের সম্পূর্ণ সহায়তা পাওয়া যাবে বলে নিশ্চিত করেছেন ভারতে এখনই নিষিদ্ধ হচ্ছে না মদ্যপান ৷ মঙ্গলবার কেন্দ্রীয় সরকারের তরফে এই ঘোষণাই করলেন ৷
advertisement
এদিন জনতা দলের সদস্য কৌশলেন্দ্র কুমার সভায় প্রশ্ন তোলেন যে, কেন্দ্র কী বিহারে নীতিশ কুমার সরকারের পদক্ষেপ অনুসরণ করে সারা দেশে মদ নিষিদ্ধ করতে চলেছে? সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে হংসরাজ গঙ্গারাম আহির সাফ জানিয়ে দেন, কেন্দ্র এখনই এই বিষয়ে কিছু ভাবছে না ৷ তবে বিহারে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা আরোপের পর সে রাজ্যে বেআইনী মদ খেয়ে মৃত্যুর ঘটনার অনেক কমে গিয়েছে, একথাও স্বীকার করেছেন তিনি ৷
বক্তব্য রাখতে গিয়ে তিনি কিছু পরিসংখ্যান পেশ করেন ৷ ২০১২ থেকে ২০১৪ সালের মধ্যে বেআইনী মদ্যপানের জন্য ২৯২৭ জনের মৃত্যু হয়েছে ৷ এর মধ্যে ২০১২ সালে ৭৩১ জন মারা গিয়েছেন, ২০১৩ সালে ৪৯৭ জন ও ২০১৪ সালে ১৬৯৯ জনের মৃত্যু হয়েছে ৷ তবে এই মুহূর্তে গোটা দেশে মদ্য পান বন্ধ করার কোনও পরিকল্পনা কেন্দ্র নিচ্ছে না ৷ তবে রাজ্যগুলি এরকম নিষেধাজ্ঞা আরোপ করতে চাইলে আপত্তি নেই কেন্দ্রের, তা পরিষ্কার করে দিয়েছে হংসরাজ গঙ্গারাম আহির ৷
২০১৪ সালে আবগারি আইনের অধীনে গোটা দেশ থেকে মোট ২.৮৩ কোটি লিটার মদ বাজেয়াপ্ত করা হয়েছিল। এর মধ্যে ৯১ লাখ লিটার মদই দেশি মদ।
ইতিমধ্যে গুজরাট, বিহার, মনিপুর এবং নাগাল্যান্ডের মদ সম্পূর্ণ নিষিদ্ধ বলে ঘোষিত হয়েছে এবং কেরলে ধাপে ধাপে মদ সম্পূর্ণ নিষিদ্ধ হতে চলেছে ৷