গত পাঁচই অগাস্ট, জম্মু-কাশ্মীরে তিনশো ধারা বাতিল করে মোদি সরকার। এর প্রতিবাদে সরব হয় পাকিস্তান। বিশ্বের নানা দেশের দোরে দোরে ঘুরে ভারতকে কোণঠাসা করার চেষ্টা করে। পৌঁছে যায় রাষ্ট্রসংঘেও। কিন্তু, সেভাবে কোনও সাড়া পায়নি। এসবেরই মাঝে, কাশ্মীর নিয়ে মধ্যস্থতা করতে একাধিকবার ইচ্ছাপ্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রথমবার তো ইমরান খানকে পাশে বসিয়ে ট্রাম্প দাবি করেন, নরেন্দ্র মোদিই না কি তাঁকে মধ্যস্থতার আরজি জানিয়েছেন। ট্রাম্পের এই দাবি অবশ্য উড়িয়ে দেয় ভারত। নয়াদিল্লি বারবারই বলেছে, কাশ্মীর ইস্যু ভারত-পাকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বিষয়। এ বিষয়ে তৃতীয় কোনও পক্ষের নাক গলানো উচিত নয়। এ দিন ট্রাম্পের পাশে বসেও সেই বার্তাই দেন মোদি। এই পরিস্থিতিতে, ট্রাম্পেরও সুর বদল।
advertisement
নরেন্দ্র মোদি এ দিন কৌশলে পাকিস্তানকেও বার্তা দেন। এ দিন প্রায় চল্লিশ মিনিট বৈঠক করেন মোদি ও ট্রাম্প। তার আগে ফটো সুটে দু’জনেই ছিলেন খোশ মেজাজে।