বেশ কয়েকটি ট্যুইটে সরকারে তরফে জানানো হয়, খুব শীঘ্রই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে আরও একবার ভাষণ দিয়ে ৫০-১০০ টাকার নোটের বাতিল হওয়ার ঘোষণা করবেন বলে যে গুজব চারিদিকে ছড়িয়েছে তা আর কিছু না স্রেফ ‘মিথ’।
advertisement
PIB ট্যুইটে জানিয়েছে, ৫০ ও ১০০ বাতিল হয়ে যাওয়ার খবর সম্পূর্ণ ভিত্তিহীন ৷ পাশাপাশি জানানো হয় ব্যাঙ্ক লকার সিল করার বা সোনার ও হিরের গয়না বাজেয়াপ্ত করারও তাদের কোনও পরিকল্পনা নেই ৷ ২০০০ টাকার নোট নিয়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে, যে নোটটির মান ভাল নয় তার রং ফিকে হয়ে যাচ্ছে ৷ এর উত্তরে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, এই নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই ৷ এটা নিরাপত্তা সংক্রান্ত ব্যাপার ৷
নিরাপত্তার কারণে নোটে ইনট্যাগলিও কালির ব্যবহার করা হয়েছে ৷ আপনার নোট আসল কিনা তা জানতে একটি কাপড় দিয়ে তা মুছে দেখুন ৷ যদি নোচের রঙ কাপড়ে লেগে যায় তাহলে আপনার নোটটি আসল ৷ ২০০০ টাকার নোটে কোনও চিপ নেই বলেও জানানো হয়েছে ৷
অন্যদিকে, রিজার্ভ ব্যাঙ্ক এক সার্কুলার নতুন নির্দেশিকা জারি করেছে ৷ তাতে বলা হয়েছে, কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে নগদ ৫০ হাজার টাকার বেশি জমা দিলে তাদের প্যান কার্ডেক ফটোকপি দিতে হবে ৷ অ্যাকাউন্টের সঙ্গে প্যান নম্বরের সংযোগ না থাকে এটা করতে হবে ৷