TRENDING:

'শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর নয়', রাজ্যকে জানিয়ে দিল আদালত

Last Updated:

আসানসোলের ঘটনায় ইতিমধ্যেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল উত্তর থানায়। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আসানসোলের কম্বল বিতরণ কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ুর ঘটনায় এখনই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে পারবে না রাজ্য। শুক্রবার এমনই নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত। বিচারপতি জানান, শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে হলে রাজ্যকে যথাযথ বেঞ্চে আবেদন জানাতে হবে।
advertisement

গত বুধবার আসানসোলে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কর্মসূচিতে পদপিষ্ট হয়ে তিন জনের মৃত্য়ুর ঘটনা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে গোটা রাজ্যে। অনুষ্ঠানের অব্যবস্থা নিয়ে শুভেন্দুকে চাঁচাছোলা ভাষায় আক্রমণ করেছেন তৃণমূলের একাধিক প্রথমসারির নেতা। তবে, আদালতের রক্ষাকবচ থাকায় শুভেন্দুর বিরুদ্ধে কোনও অভিযোগ দায়ের করেনি প্রশাসন।

আরও পড়ুন-কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে শুভেন্দু অধিকারীর জন্মদিনে উত্তরীয় পরিয়ে, শুভেচ্ছা বিনিময়ে দিলীপ-শুভেন্দু-সুকান্তকে ঐক্যের বার্তা

advertisement

গত বুধবারের ঘটনার পরে, বৃহস্পতিবারই শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য। তবে রাজ্যের সেই আর্জি খারিজ করে দেয় শীর্ষ আদালত। এরপরে, কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হয় রাজ্যের তরফে।

শুক্রবার আদালতে রাজ্যের তরফে সওয়াল করা হয়, বিচারপতি রাজাশেখর মান্থা, তাঁর নির্দেশে জানিয়েছেন, শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করতে গেলে আদালতের অনুমতি নিতে হবে। আসানসোলের ঘটনায় শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর দায়ের করা জরুরি বলে আদালতে দাবি করে রাজ্য।

advertisement

কিন্তু, বিচারপতি জয় সেনগুপ্ত পাল্টা প্রশ্ন তোলেন, আসানসোলের ঘটনায় রাজ্য কি কোনও প্রাথমিক তদন্ত করছে? মৃতদের ময়নাতদন্ত প্রক্রিয়া কি সম্পন্ন হয়েছে? বিচারপতি জানান, এফআইআর দায়ের করার জন্য এই বিষয়গুলি জানা প্রয়োজন। তাছাড়া, এই সংক্রান্ত আরও একটি মামলা প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চেও বিচারাধীন বলে উল্লেখ করেন বিচারপতি। শুক্রবার আদালতে রাজ্য এই সমস্ত প্রশ্নের সন্তোষজনক উত্তর দিতে পারেনি বলেই সূত্রের খবর। এরপরেই কোনও অন্তর্বর্তী নির্দেশ না দেওয়ার কথা জানায় আদালত।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আসানসোলের ঘটনায় ইতিমধ্যেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি এবং তাঁর স্ত্রী চৈতালি তিওয়ারির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে আসানসোল উত্তর থানায়। গ্রেফতার করা হয়েছে ৫ জনকে।

বাংলা খবর/ খবর/দেশ/
'শুভেন্দুর বিরুদ্ধে এখনই এফআইআর নয়', রাজ্যকে জানিয়ে দিল আদালত
Open in App
হোম
খবর
ফটো
লোকাল