এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরু-ভিত্তিক স্পেস স্টার্টআপ দিগন্তর। এটাই এখন পর্যন্ত দেশের বেসরকারি স্পেস কোম্পানির হাতে প্রতিরক্ষা মন্ত্রকের সবচেয়ে বড় প্রকল্প বলে মনে করা হচ্ছে।
ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!
advertisement
১৫০ কোটিতে তৈরি হচ্ছে ভারতের ‘স্পেস আর্মার’, শত্রু দেশের গুপ্তচরের উপর নজরদারি করবে স্যাটেলাইট, ২০২৬-এর মধ্যেই প্রস্তুত হবে সম্পূর্ণ ব্যবস্থা!
কী বিশেষত্ব এই ব্যবস্থার?
এই নতুন স্যাটেলাইট সিস্টেমের মূল লক্ষ্য হল—ভারতের দিকে লক্ষ্য করে চালানো যেকোনো বিদেশি নজরদারি বা গুপ্তচরবৃত্তি দ্রুত চিহ্নিত ও প্রতিহত করা।
বর্তমানে ISRO-র ‘নেত্র’ সিস্টেম মহাকাশের ধ্বংসাবশেষ ও স্যাটেলাইটের অবস্থান নজরদারি করে, কিন্তু এই নতুন সিস্টেম একান্তভাবেই ডিফেন্স সার্ভেইলেন্সের জন্য তৈরি হচ্ছে।
এই স্যাটেলাইটগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে রিয়েল-টাইমে ডেটা দেশের বিভিন্ন গ্রাউন্ড স্টেশনে পাঠাতে পারে। পুরো প্রযুক্তি ও নির্মাণ হবে ভারতীয় প্রযুক্তিতে। এই অপারেশনের জন্য বেঙ্গালুরুতেই তৈরি হতে পারে একটি কন্ট্রোল সেন্টার।
এই প্রকল্পকে কেন্দ্র করে স্পষ্ট হয়েছে যে ভারতের বেসরকারি স্পেস সেক্টরের উপর সরকারের আস্থা দিন দিন বেড়ে চলেছে। দিগন্তর এর আগে আমেরিকার ডিফেন্স এজেন্সি DARPA-র কাছ থেকেও একটি চুক্তি পেয়েছে। একইভাবে ভারতীয় স্টার্টআপ Pixel সম্প্রতি NASA-র সঙ্গেও কাজ করছে।