TRENDING:

কোনও শত্রু রাখবে না ভারত, মহাকাশ থেকেই হবে নজরদারি! ১৫০ কোটিতে তৈরি হচ্ছে দেশের এই নতুন 'গুপ্তচর' অস্ত্র!

Last Updated:

ভারত মহাকাশে নজরদারি প্রকল্প শুরু করেছে, যার বার্ষিক খরচ ১৫০ কোটি টাকা! বেঙ্গালুরুর স্পেস স্টার্টআপ দিগন্তর এই প্রকল্পের দায়িত্বে। কী ভাবে কাজ করে এটা? জেনে নিন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জাতীয় সুরক্ষা আরও জোরদার করতে মহাকাশে নজরদারির দিকে ঝুঁকছে ভারত। প্রতিরক্ষা মন্ত্রকের তরফে শুরু হয়েছে একটি বিশেষ স্যাটেলাইট নজরদারি প্রকল্প, যার মাধ্যমে শত্রু দেশের গুপ্তচর বা সন্দেহভাজন তৎপরতা আগেভাগেই চিহ্নিত করা যাবে। গোটা প্রকল্পের বার্ষিক খরচ প্রায় ১৫০ কোটি টাকা এবং এটি ২০২৬ সালের মধ্যে পুরোপুরি চালু হয়ে যাবে।
১৫০ কোটিতে তৈরি হচ্ছে ভারতের ‘স্পেস আর্মার’, শত্রু দেশের গুপ্তচরের উপর নজরদারি করবে স্যাটেলাইট, ২০২৬-এর মধ্যেই প্রস্তুত হবে সম্পূর্ণ ব্যবস্থা!
১৫০ কোটিতে তৈরি হচ্ছে ভারতের ‘স্পেস আর্মার’, শত্রু দেশের গুপ্তচরের উপর নজরদারি করবে স্যাটেলাইট, ২০২৬-এর মধ্যেই প্রস্তুত হবে সম্পূর্ণ ব্যবস্থা!
advertisement

এই উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পের দায়িত্ব পেয়েছে বেঙ্গালুরু-ভিত্তিক স্পেস স্টার্টআপ দিগন্তর। এটাই এখন পর্যন্ত দেশের বেসরকারি স্পেস কোম্পানির হাতে প্রতিরক্ষা মন্ত্রকের সবচেয়ে বড় প্রকল্প বলে মনে করা হচ্ছে।

ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!

বেতন সাড়ে তিন হাজার টাকা, অথচ অ্যাকাউন্টে সাড়ে তিন কোটি! কী করে সম্ভব? গ্রেফতার পঞ্চায়েত অফিসের কর্মী

advertisement

advertisement

১৫০ কোটিতে তৈরি হচ্ছে ভারতের ‘স্পেস আর্মার’, শত্রু দেশের গুপ্তচরের উপর নজরদারি করবে স্যাটেলাইট, ২০২৬-এর মধ্যেই প্রস্তুত হবে সম্পূর্ণ ব্যবস্থা!

কী বিশেষত্ব এই ব্যবস্থার?

এই নতুন স্যাটেলাইট সিস্টেমের মূল লক্ষ্য হল—ভারতের দিকে লক্ষ্য করে চালানো যেকোনো বিদেশি নজরদারি বা গুপ্তচরবৃত্তি দ্রুত চিহ্নিত ও প্রতিহত করা।

বর্তমানে ISRO-র ‘নেত্র’ সিস্টেম মহাকাশের ধ্বংসাবশেষ ও স্যাটেলাইটের অবস্থান নজরদারি করে, কিন্তু এই নতুন সিস্টেম একান্তভাবেই ডিফেন্স সার্ভেইলেন্সের জন্য তৈরি হচ্ছে।

advertisement

এই স্যাটেলাইটগুলো এমনভাবে ডিজাইন করা হবে যাতে তারা একে অপরের সঙ্গে সংযুক্ত থেকে রিয়েল-টাইমে ডেটা দেশের বিভিন্ন গ্রাউন্ড স্টেশনে পাঠাতে পারে। পুরো প্রযুক্তি ও নির্মাণ হবে ভারতীয় প্রযুক্তিতে। এই অপারেশনের জন্য বেঙ্গালুরুতেই তৈরি হতে পারে একটি কন্ট্রোল সেন্টার।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

এই প্রকল্পকে কেন্দ্র করে স্পষ্ট হয়েছে যে ভারতের বেসরকারি স্পেস সেক্টরের উপর সরকারের আস্থা দিন দিন বেড়ে চলেছে। দিগন্তর এর আগে আমেরিকার ডিফেন্স এজেন্সি DARPA-র কাছ থেকেও একটি চুক্তি পেয়েছে। একইভাবে ভারতীয় স্টার্টআপ Pixel সম্প্রতি NASA-র সঙ্গেও কাজ করছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
কোনও শত্রু রাখবে না ভারত, মহাকাশ থেকেই হবে নজরদারি! ১৫০ কোটিতে তৈরি হচ্ছে দেশের এই নতুন 'গুপ্তচর' অস্ত্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল