TRENDING:

স্কুলে হিন্দি আবশ্যিক? তামিল-চাপে কেন্দ্র বলল, এটি একটি প্রস্তাব মাত্র

Last Updated:

একটি বিবৃতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, স্কুলে আবশ্যিক তিনটি ভাষার মধ্যে হিন্দি রাখার বিষয়টি নিয়ে কমিটি একটি খসড়া প্রস্তাব দিয়েছে৷ সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই ওই খসড়া প্রস্তাব৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: তামিলনাড়ু থেকে কড়া হুঁশিয়ারি ও বিভিন্ন মহলে তীব্র সমালোচনার জেরে স্কুলে হিন্দি ভাষা আবশ্যিক নিয়ে ঢোঁক গিলল কেন্দ্র৷ প্রবল চাপের মুখে পড়ে কেন্দ্রীয় মানব সম্পদন উন্নয়ন মন্ত্রক৷ জানাল, এটা স্রেফ একটি প্রস্তাব মাত্র৷ কেন্দ্রের নীতি নয়৷
advertisement

একটি বিবৃতিতে মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক জানিয়েছে, স্কুলে আবশ্যিক তিনটি ভাষার মধ্যে হিন্দি রাখার বিষয়টি নিয়ে কমিটি একটি খসড়া প্রস্তাব দিয়েছে৷ সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই ওই খসড়া প্রস্তাব৷ কেন্দ্র এ বিষয়ে এখনো কোনও সিদ্ধান্ত নেয়নি৷ রাজ্য সরকারগুলির সঙ্গে আলোচনার পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে৷

advertisement

কেন্দ্রের শিক্ষা নীতি নিয়ে বিজ্ঞানী কে কস্তুরিরঙ্গনের নেতৃত্বে প্যানেল একটি খসড়া প্রস্তাব জমা দেয়৷ সেই প্রস্তাবে বলা হয়, স্কুলে তিনটি ভাষা আবশ্যিক করা হোক৷ ইংরেজি, সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষার পাশাপাশি হিন্দিও আবশ্যিক হবে৷ এরপরই গর্জে ওঠে তামিলনাড়ু৷ ডিএমকে সুপ্রিমো এম কে স্ট্যালিন জানিয়ে দেয়, তামিলনাড়ুর স্কুলে হিন্দি ভাষা চাপালে আগুন জ্বলবে৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জানান, কোনও বিশেষ ভাষা কোনও অঞ্চলে জোর করে চাপানো হবে না৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্কুলে হিন্দি আবশ্যিক? তামিল-চাপে কেন্দ্র বলল, এটি একটি প্রস্তাব মাত্র