TRENDING:

'সেতুটি পুনরায় চালু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস শংসাপত্র নেওয়া হয়নি', সেতু বিপর্যয়ে মারাত্মক তথ্য

Last Updated:

মাত্র এক সপ্তাহ আগে ঝুলন্ত সেতুটি মেরামত করা হয়। চারদিন আগেই তা সাধারণের জন্যে খুলে দেওয়া হয়। সপ্তাহকাল কাটতে না কাটতেই ভেঙে পড়ল সেই সেতু। সেই সময় সেতুতে প্রায় চারশো মানুষ ছিলেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
গুজরাত: রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে শতাব্দী প্রাচীন একটি ঝুলন্ত সেতু ধসে প্রায় একশো জনের মৃত্যু হয় (শেষ পাওয়া খবকর অনুযায়ী)। এবার সেই সেতু নিয়েই উঠে এল চাঞ্চল্যকর তথ্য৷ সেতুটি পুনরায় চালু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস শংসাপত্র নেওয়া হয়নি, জানালেন স্থানীয় পুরসভার প্রধান৷
Gujarat bridge tragedy: Over 90 people were killed when the bridge snapped
Gujarat bridge tragedy: Over 90 people were killed when the bridge snapped
advertisement

সরকারের টেন্ডার পেয়ে ওরেভা নামের একটি বেসরকারি ট্রাস্ট সেতুটি সংস্কার করে। সেতুটি সংস্কারের জন্য সাত মাস ধরে বন্ধ ছিল। এটি ২৬ অক্টোবর পুনরায় খোলা হয়। মরবি মিউনিসিপ্যাল ​​এজেন্সির প্রধান সন্দীপ সিংহ জালা জানিয়েছেন, এই ওরেভা কোম্পানি সেতুটি খোলার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস শংসাপত্র নেয়নি।

আরও পড়ুন- বিচার ব্যবস্থার কাছে গণতন্ত্র বাঁচানোর আবেদন মুখ্যমন্ত্রীর, মমতাকে জবাব দিলেন শুভেন্দু

advertisement

মাত্র এক সপ্তাহ আগে ঝুলন্ত সেতুটি মেরামত করা হয়। চারদিন আগেই তা সাধারণের জন্যে খুলে দেওয়া হয়। সপ্তাহকাল কাটতে না কাটতেই ভেঙে পড়ল সেই সেতু। সেই সময় সেতুতে প্রায় চারশো মানুষ ছিলেন৷ সন্দীপ বলেন, "এটি একটি সরকারি টেন্ডার ছিল।  ব্রিজটি খোলার আগে ওরেভা গ্রুপে এটির সংস্কারের বিশদ বিবরণ দেওয়ার কথা ছিল এবং মান যাচাই করার কথা ছিল। কিন্তু তারা তা করেনি।"

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

বর্তমানে গুজরাত সফর করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। স্থানীয় সূত্রে দাবি, অত্যাধিক ওজন নিতে না পারার কারণে ব্রিজটি ভেঙে পড়ে। দুর্ঘটনার সময় ৪০০ মানুষ ছিল সেতুটিতে। এছাড়াও ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল বলেও বিশেষজ্ঞদের ধারণা। যদিও কোটি টাকা খরচ করে তা মেরামতির পর চার দিন আগে জনতার জন্য খুলে দেওয়া হয় ব্রিজটি। প্রশ্ন উঠছে তারপরেও কেবল ব্রিজটি ভেঙে পড়ল কেন? এমনকি অভিযোগ উঠছে বড়সড় দুর্নীতির।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
'সেতুটি পুনরায় চালু করার আগে কর্তৃপক্ষের কাছ থেকে ফিটনেস শংসাপত্র নেওয়া হয়নি', সেতু বিপর্যয়ে মারাত্মক তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল