TRENDING:

Sangam/ Confluence Opening at NMACC: NMACC-র আর্ট হাউস ‘সঙ্গম’ (Confluence) উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি

Last Updated:

ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুম্বই: দু’দিন ধরে আনন্দ অনুষ্ঠানের পর নতুন মাত্রা যোগ হল NMACC উদ্বোধনে। নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারেই উন্মোচিত হয় ‘আর্ট হাউস’-এর পর্দা। ভিজ্যুয়াল আর্টের জন্য নিবেদিত স্থান, ‘সঙ্গম/কনফ্লুয়েন্স’। প্রদীপ জ্বালিয়ে আর্ট হাউস উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি।
প্রদীপ জ্বালিয়ে আর্ট হাউস উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি।
প্রদীপ জ্বালিয়ে আর্ট হাউস উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি।
advertisement

অনন্য এই প্রদর্শনীতে রয়েছে ৫ জন ভারতীয় এবং ৫ জন আন্তর্জাতিক শিল্পীর ৫০টিরও বেশি সূক্ষ্ম শিল্পকর্ম এবং ইনস্টলেশন। ভারতের বৈচিত্র্যময় সংস্কৃতি এবং ঐতিহ্যকে উদযাপন করা হয়েছে। ফ্যাশনের উপর ভারতীয় পোশাক এবং কাপড়ের প্রভাব নিয়ে একটি কফি টেবিল বইয়ের উদ্বোধন করেন নীতা আম্বানি এবং ইশা আম্বানি।

প্রদীপ জ্বালিয়ে আর্ট হাউস উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি

advertisement

ভারতীয় শিল্পকলা সংরক্ষণ ও প্রচারের লক্ষ্যে দেশের প্রথম কালচারাল সেন্টার NMACC উদ্বোধন করেছে রিলায়েন্স। সেখানেই শনিবার উপস্থিত বলিউডের তারকারা। প্রথম সারির বলি তারকাদের সমাবেশে এমনকি আন্তর্জাতিক তারকাদেরও ভিড়। ঔজ্জ্বল্যের ছটায় চোখ ধাঁধিয়ে যেতে পারে।

বইয়ের উদ্বোধন করেন নীতা আম্বানি এবং ইশা আম্বানি

advertisement

আরও পড়ুন: 'নাটু নাটু'-তে NMACC মঞ্চে আগুন দুই নারীর, আলিয়া-রশ্মিকার যুগলবন্দির ভিডিও দেখুন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

নীতা-মুকেশ আম্বানি কালচারাল সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের দ্বিতীয় দিনে তারকাখচিত বর্ণাঢ্য অনুষ্ঠান মন জয় করে নিলেন সকলের। শাহরুখ খান, প্রিয়াঙ্কা চোপড়া, নিক জোনাস, গিগি হাদিদ, জেন্ডেয়া, টম হল্যান্ড, দিশা পাটানি, আয়ুষ্মান খুরানা, রশ্মিকা মন্দানা, আলিয়া ভাট, কে নেই এই তালিকায়! আলিয়া, রশ্মিকা ছাড়াও মঞ্চে নাচ করলেন বরুণ ধাওয়ান, রণবীর সিং, শাহরুখ খানও।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Sangam/ Confluence Opening at NMACC: NMACC-র আর্ট হাউস ‘সঙ্গম’ (Confluence) উদ্বোধন করলেন কোকিলাবেন ধীরুভাই আম্বানি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল