২০ মাসের মধুচন্দ্রিমা শেষ। বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা নীতীশ কুমারের। নীতীশের ইস্তফায় ভেঙে গেল আরজেডি-জেডিইউ জোট। তেজস্বী যাদবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগকে ঘিরেই জোটে ভাঙন।
লালুপুত্র ও উপ-মুখ্যমন্ত্রী তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তাদের সম্পত্তিতে হানা দেয় সিবিআই। তারপরই তেজস্বী অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন নীতীশ। যা কার্যত উপেক্ষাই করছিলেন তেজস্বী। ছেলেকে ঢাল করে দাঁড়ান লালু।
advertisement
বহু চেষ্টা করেও বিহারে পদ্মফুল ফোটাতে পারেননি নরেন্দ্র মোদি-অমিত শাহরা। নীতীশের ইস্তফার পর তাই সুযোগের সদ্বব্যবহার করতে ঝাঁপিয়েছে গেরুয়া শিবির। দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদে বাহবা জানিয়ে নীতীশকে টুইট খোদ নরেন্দ্র মোদির।
দ্রুত বদলাচ্ছে বিহারের রাজনৈতিক সমীকরণ। বিজেপি হাত ধরলে খুব সহজেই ম্যাজিক ফিগারে পৌঁছে যাবে জেডিইউ -বিজেপি জোট। তবে প্রথম এনডিএ আমলে দুর্নীতির অভিযোগেই জোট ছেড়েছিলেন নীতীশ। সেই গেরুয়া শিবিরেই ফেরার সিদ্ধান্ত নিলেন নীতীশ ৷