সকাল ৯ টায় আরজেডি কোর কমিটির বৈঠক। স্থির হল, কোনওভাবেই ইস্তফা দেবেন না তেজস্বী
সকাল ১০.৩০ বিধানসভা বৈঠকের আগে আলাদা বৈঠকে আরজেডি, জেডিইউ ও কংগ্রেস ৷ জোট সরকার গঠনের পর প্রথমবার আলাদা বৈঠক করা হয় ৷
দুপুর ২.০০ জেডিইউ পরিষদীয় দলের বৈঠক ৷
সূত্রের খবর, সেখানেই ইস্তফার ব্যাপারে দলের মত আদায় করে নেন নীতীশ। তারপরই দ্রুত বদলায় রাজনীতির ছবি।
advertisement
বিকেলে ইস্তফা দিয়ে জেডিইউ বিধায়কের সঙ্গে বৈঠক নীতীশের
তার কিছুক্ষণের মধ্যেই নীতীশের বাড়িতে বিজেপি প্রতিনিধিদল
সেখানে ছিলেন মূলত রাজ্যস্তরের নেতারা
আলোচনায় সরকার গঠনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত
কয়েক ঘণ্টার মধ্যে ফের সরকার গঠনের উদ্যোগ
রাজভবনে গিয়ে সরকার গঠনের দাবি জানানোর উদ্যোগ
ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই ফের বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। এবার বিজেপিকে সঙ্গে জোট করে সরকার চালাবেন নীতীশ।
সবাইকে চমকে দিয়ে তৈরি হয়েছিল জোট। ভাঙনেও থাকল চমক। বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিলেন নীতীশ কুমারে। ভেঙে গেল আরজেডি-জেডিইউ জোট। উপ - মুখ্যমন্ত্রী তেজস্বীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মত বিরোধ বাড়ছিল। লালু বা তেজস্বী এনিয়ে নীতীশের নির্দেশ মানবেন না। একথা স্পষ্ট হতেই রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠির কাছে ইস্তফাবপত্র জমা দিলেন নীতীশ।
