এই বছরের শুরুর দিকে বিহার বিধান পরিষদ নির্বাচনের আগে প্রকাশিত এই গানটি গেয়েছেন ভোজপুরি গায়ক-অভিনেতা খেসারি লাল যাদব। গানটি নির্দিষ্ট একজন RJD প্রার্থীর জন্য তৈরি করা হলেও এতে প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং তাঁর রাজনৈতিক উত্তরাধিকারীর প্রশংসাসুচক স্তুতি ছিল। “তেজস্বী কে বিনা সুধার না হোয়ি (তেজস্বীকে ছাড়া কোনও অগ্রগতি হতে পারে না),” এমনটাও বলা হয়েছিল ওই গানে। নীতীশ কুমারের সমালোচনা করে কিছু লাইনও ছিল গানটিতে।
advertisement
আরও পড়ুন-উদ্ধবের পরিণতি থেকে শিক্ষা, মহারাষ্ট্র কাণ্ড দেখেই বিজেপি-তে বিশ্বাসভঙ্গ নীতীশের
গানের লাইন লিখে ট্যুইট করার আগে রোহিণী আচার্য টুইট করেছিলেন, শিগগিরই “ভোলে বাবার আশীর্বাদে অলৌকিক ঘটনা ঘটবে।” লালু যাদব এবং রাবড়ি দেবীর কন্যা, রাজলক্ষ্মী যাদবও তাঁর বাবার কিছু ছবি শেয়ার করেছেন এবং লিখেছেন, “বিহার তেজস্বীর সরকার চায়।”
আরও পড়ুন- ১৫০ দিনে ৩৫০০ কিলোমিটার! মোদির বিরুদ্ধে ঝড় তুলতে কংগ্রেসের 'ভারত জোড়ো যাত্রা'
২০১৫ সালের নির্বাচনে যখন জেডিইউ, আরজেডি এবং কংগ্রেস একসঙ্গে জিতেছিল বিধানসভার বর্তমান বিরোধী দলীয় নেতা তেজস্বী যাদব তখন নীতীশ কুমারের উপমুখ্যমন্ত্রী ছিলেন। লালু যাদবের আরেক ছেলে তেজপ্রতাপ যাদবও মন্ত্রী ছিলেন। কিন্তু ২০১৭ সালে বিজেপির সঙ্গে জুড়তে যখন নীতিশ কুমার ‘মহাজোট’ থেকে বেরিয়ে যান তখন সেই সরকারের পতন ঘটে৷ জেডিইউ এবং বিজেপি একসঙ্গে ২০২০ সালের নির্বাচনে জয় লাভ করে৷
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল জেডিইউকে বিভক্ত করার চেষ্টা করছে, এই অভিযোগ করার পর আজ সকালেই নীতীশ কুমার তাঁর বিধায়কদের বিজেপির সঙ্গে সম্পর্কচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান। আনুষ্ঠানিকভাবে ক্ষমতায় ফিরে আসার জন্য নীতিশ কুমারের সঙ্গে চুক্তিতে সম্মত হতে তেজস্বী যাদবও তাঁর বিধায়কদের সঙ্গে দেখা করেন।