TRENDING:

Nitish Kumar: ফের পাল্টি নীতীশের? ইন্ডিয়া ছেড়ে আবারও ধরছেন বিজেপি-র হাত, বিহারে জল্পনা তুঙ্গে

Last Updated:

২০২২ সালে এই বিজেপি-র সঙ্গ ছেড়েই প্রতিপক্ষ লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়ালরা বাংলা এবং পঞ্জাবে কংগ্রেসের সঙ্গে জোট না করার কথা বলেছিলেন৷ কিন্ত বিহার থেকে যে সবথেকে বড় ধাক্কাটা আসতে চলেছে, তা বোধহয় কল্পনাও করতে পারেননি সনিয়া গান্ধি, রাহুল গান্ধিরা৷
ফের পাল্টি নীতীশের৷ ছবি- পিটিআই
ফের পাল্টি নীতীশের৷ ছবি- পিটিআই
advertisement

কারণ একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী, ফের একবার শিবির বদল করে বিজেপি-র হাতই ধরতে চলেছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার৷ সবকিছু ঠিকঠাক চললে আগামী লোকসভা নির্বাচনে বিজেপি-র সঙ্গে জোট বেঁধেই লড়তে পারেন তিনি৷ আগামী ৪ ফেব্রুয়ারি বিহারের বেতিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে জনসভাতেও উপস্থিত থাকতে পারেন তিনি৷

২০২২ সালে এই বিজেপি-র সঙ্গ ছেড়েই প্রতিপক্ষ লালু প্রসাদ যাদবের আরজেডি এবং কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়েছিলেন নীতীশ৷ লোকসভা নির্বাচনে বিরোধী শিবিরকে একজোট করতেও প্রাথমিক ভাবে বড় ভূমিকা নিয়েছিলেন তিনি৷ কিন্তু গত এক সপ্তাহ ধরে বিহারের রাজনীতিতে ফের একবার ডামাডোল শুরু হয়৷ তখন থেকেই নীতীশের পাল্টি খাওয়ার আঁচ পাচ্ছিলেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

advertisement

আরও পড়ুন: ‘৫ মিনিটের জন্য আসুন…’ রাহুলের ‘ন্যায় যাত্রায়’ মমতাকে যোগ দেওয়ার অনুরোধ কংগ্রেসের, আজ বাংলায় ‘ভারত জোড়ো’

রাহুল গান্ধির ভারত জোড়ো ন্যায় যাত্রায় হাজির থাকার আমন্ত্রণ পেয়েও তা ফিরিয়ে দিয়েছিলেন নীতীশ৷ সপ্তাহ খানেক আগে রাজনীতিতে পরিবারতন্ত্রের বিরুদ্ধেও সরব হন নীতীশ কুমার৷ রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নাম না করে আসলে জোটসঙ্গী লালুপ্রসাদ যাদব এবং তাঁর ছেলে ও বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদবকেই নিশানা করেছিলেন নীতীশ৷ পাল্টা লালু কন্যা রোহিনী নীতীশকে এক্স হ্যান্ডেলে একাধিক পোস্ট করে তীব্র আক্রমণ করেন৷ যদিও পরে সেই সমস্ত পোস্ট তিনি ডিলিট করে দেন৷

advertisement

তবে তলে তলে যে নীতীশের সঙ্গে বিজেপি-র সম্পর্ক জোড়া লাগার মঞ্চ তৈরি হচ্ছিল, তা কয়েক দিন আগেই স্পষ্ট হয়ে যায়৷ বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং প্রয়াত জনতা দল নেতা কর্পূরি ঠাকুরকে ভারত রত্ন দেওয়ার ঘোষণা করে মোদি সরকার৷ যা নীতীশের দীর্ঘদিনের দাবি ছিল৷ নীতীশের বিজেপি-তে ফেরার খবরে এখন দুইয়ে দুইয়ে চার করতে পারছেন অনেকেই৷

advertisement

নীতীশের শিবির বদলের জল্পনার মধ্যেই বিহারে দলের রাজ্য সভাপতি সম্রাট চৌধুরীকে দিল্লিতে তলব করেছে বিজেপি-র শীর্ষ নেতৃত্ব৷ আবার বিহারের রাজ্যপাল তাঁর পূর্ব নির্ধারিত গোয়া সফর বাতিল করেছেন৷ যদিও নীতীশকে নিয়ে বিহারের বিজেপি বিধায়ক এবং স্থানীয় নেতাদের আপত্তি রয়েছে বলেই সূত্রের খবর৷ তবে নীতীশকে আক্রমণ করে অথবা তাঁকে নিয়ে বিহারে দলের কোনও নেতা যাতে কোনও নেতিবাচক মন্তব্য না করেন, বিজেপি শীর্ষ নেতৃত্ব ইতিমধ্যেই সেই নির্দেশ জারি করেছে বলে সূত্রের খবর৷ আবার নীতীশও তাঁর সব বিধায়কদের পটনায় ডেকে পাঠিয়েছেন বলে খবর৷

advertisement

কিন্তু ইন্ডিয়ায় কেন মোহভঙ্গ হল নীতীশের? সূত্রের খবর, মুখে না বললেও ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী পদপ্রার্থী হওয়ার বাসনা ছিল নীতীশের৷ কিন্তু তাঁর সেই ইচ্ছের কথা ঠিক মতো ইন্ডিয়া জোটের বাকি নেতাদের কাছে পৌঁছে দিতে না পারার জন্যই নীতীশের বিরাগভাজন হন তাঁরই দলের শীর্ষ নেতা লালন সিং৷ কারণ ইন্ডিয়া জোটের পদপ্রার্থী হিসেবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের নাম প্রস্তাব করে দেন মমতা বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ কেজরীওয়ালরা৷ এই ক্ষোভ থেকেই দলের সভাপতি পদ থেকে লালনকে সরিয়ে নিজে সেই পদ গ্রহণ করেন নীতীশ৷ তার উপর, আসন রফা নিয়ে টালবাহানাতেও অসন্তুষ্ট ছিলেন নীতীশ৷

আপাতত বিহারে বিজেপি-র সামনে দুটি পথ খোলা রয়েছে৷ প্রথমত, বিহারের বিধানসভা ভেঙে দিয়ে লোকসভা ভোটের সঙ্গেই বিহারের বিধানসভা নির্বাচন করিয়ে নেওয়া৷ দ্বিতীয়ত, নীতীশকে মুখ্যমন্ত্রী পদে রেখে দিয়েই আগের মতো তাঁকে সমর্থন করা৷

গত বিধানসভা ফলের নিরিখে বিহারের ২৪৩ আসন বিশিষ্ট বিধানসভায় বিজেপি-র হাতে রয়েছে ৭৪টি আসন৷ আরজেডি-র বিধায়ক সংখ্যা ৭৫৷ সেখানে নীতীশের জেডিইউ-এর বিধায়ক সংখ্যা মাত্র ৪৫৷ কংগ্রেসের হাতে রয়েছে ১৯ জন বিধায়ক৷ বামেদের বিধায়ক সংখ্যা ১৬৷

তবে নীতীশের শিবির বদলের খবর ছড়াতেই তাঁকে আটকানোর শেষ চেষ্টা করছেন কংগ্রেস সহ ইন্ডিয়া জোটের শরিক দলের নেতারা৷ জানা গিয়েছে, লালু প্রসাদ যাদব নিজে নীতীশ কুমারকে ফোন করেন৷ কংগ্রেস শীর্ষ নেতৃত্বও নীতীশকে বুঝিয়ে ভারত জোড়ো ন্যায় যাত্রায় সামিল করার মরিয়া চেষ্টা চালাচ্ছে৷

সেরা ভিডিও

আরও দেখুন
দিওয়ালির আগে সস্তায় মিলছে টেরাকোটার আইটেম! কী কী পাওয়া যাচ্ছে, কোথায় বিক্রি হচ্ছে জানুন
আরও দেখুন

শেষ পর্যন্ত নীতীশ বিজেপি-র হাত ধরলে ২০১৩ থেকে এই নিয়ে পাঁচ বার তিনি শিবির বদল করবেন৷ কখনও তিনি এনডিএ-র শরিক হয়েছেন, কখনও আবার মহাজোটে নাম লিখিয়েছেন৷ কিন্তু শিবির বদল করলেও নিজের মুখ্যমন্ত্রী পদটি ছাড়েননি নীতীশ৷ বলার অপেক্ষা রাখে না, নীতীশের এই পদক্ষেপে ভোটের আগেই ইন্ডিয়ার কফিনে শেষ পেরেক পড়ে গেল৷

বাংলা খবর/ খবর/দেশ/
Nitish Kumar: ফের পাল্টি নীতীশের? ইন্ডিয়া ছেড়ে আবারও ধরছেন বিজেপি-র হাত, বিহারে জল্পনা তুঙ্গে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল