তাই বেজির উদ্দেশে কার্যত এবার হুঁশিয়ারির পথেই হাঁটলেন তিনি আগামী কয়েকদিনের ডেটলাইন দিয়েছেন বিজেপিকে ৷ যদি তার মধ্যে বিজেপি কিছু না করে তাহলে ভাবনা চিন্তা শুরু করতে হবে নতুন করে এমনটাই জানিয়েছেন তিনি ৷ রামবিলাসের এই মোদি বিরোধী পদক্ষেপে জেডিইউ সুরে সুর মিলিয়েছে ৷ বিহারের মুখ্যমন্ত্রী নীতীশও কুমার কেন্দ্রকে সতর্ক করেছেন ৷
advertisement
মূলত রামবিলাস পাসোয়ান, লালুপ্রসাদ যাদব, শরদ যাদব প্রাক্তন প্রধানমন্ত্রী ভিপি সিং-এর নেতৃত্বে দলিতদের স্বার্থে একাধিক পদক্ষেপ নিয়েছিলেন ৷ কেউ যদি মনে করেন সেই প্রতিবাদ ও প্রতিরোধ শিথিল করবেন আমরা তা মেনে নেবনা কিছুতেই ৷ এতদিন আমরা অনেক ধৈর্য ধরেছি এবার আস্তে আস্তে সেই ধৈর্যের বাঁধ ভাঙছে ৷
আরও পড়ুন : সুস্থ আছেন করুণানিধি, হাসপাতালে সমর্থকদের ভিড়, আরোগ্য কামনা করলেন কেজরিওয়াল
advertisement
Location :
First Published :
July 28, 2018 1:58 PM IST