TRENDING:

Nitin Nabin Political Career: নাড্ডার উত্তরসূরি, মাত্র ৪৫-এই বিজেপির শীর্ষ পদে বসছেন নীতীন নবীন! বিহারের তরুণ নেতায় কেন আস্থা, কে তিনি?

Last Updated:

কে এই নীতীন নবীন? জে পি নাড্ডার জায়গায় কেন তাঁর হাতেই এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বেশ কিছুদিন ধরেই সম্ভাবনা তৈরি হয়েছিল৷ শেষ পর্যন্ত বিজেপি-র সর্বভারতীয় কার্যনির্বাহী সভাপতি হিসেবে রবিবার ঘোষণা করা হয়েছে বিহারের নেতা নীতীন নবীনের নাম৷ ধরে নেওয়া হচ্ছে, বিজেপি-র রীতি মেনে আগামী বছরের শুরুতে মকর সংক্রান্তির পরই জে পি নাড্ডার জায়গায় বিজেপি-র সর্বভারতীয় সভাপতি হিসেবে দায়িত্ব নেবেন বিজেপি-র এই তরুণ নেতা৷
বিহারের তরুণ নেতা নীতীন নবীনকেই গুরুদায়িত্ব দিল বিজেপি৷ ছবি- পিটিআই
বিহারের তরুণ নেতা নীতীন নবীনকেই গুরুদায়িত্ব দিল বিজেপি৷ ছবি- পিটিআই
advertisement

কিন্তু কে এই নীতীন নবীন? জে পি নাড্ডার জায়গায় কেন তাঁর হাতেই এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হচ্ছে?

বর্তমানে নীতীন নবীনের বয়স ৪৫ বছর৷ বিজেপি-র ইতিহাসে অন্যতম তরুণ নেতা হিসেবেই দলের সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নিতে চলেছেন তিনি৷ ওয়াকিবহল মহলের মতে, এই সিদ্ধান্তের মাধ্যমেই বুঝিয়ে দেওয়া হল যে প্রশাসনিক এবং সাংগঠনিক অভিজ্ঞতা এবং তারুণ্যের মিশেলের উপরেই জোর দিতে চাইছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

advertisement

বয়স তুলনামূলক ভাবে কম হলেও, রাজনৈতিক এবং প্রশাসনিক স্তরে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে নীতীন নবীনের৷ বিজেপি-র যুব মোর্চাতেও দীর্ঘদিন সংগঠন বিস্তারের কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ সংগঠন বৃদ্ধি করতে গিয়ে জনসংযোগেরও অভিজ্ঞতা রয়েছে তাঁর৷

তরুণ, মতাদর্শের ভিত্তিতে গেরুয়া রাজনীতিকে বেছে নেওয়া নীতীন বরাবরই সাংগঠনিক স্তরেই কাজ করতে ভালবাসেন৷ তাঁকে দলের শীর্ষ পদে বসিয়ে বুঝিয়ে দেওয়া হল, দলের নেতৃত্বের রাশ এবার তরুণ প্রজন্মের হাতেই ছাড়া হচ্ছে৷ সম্প্রতি গুজরাতের উপমুখ্যমন্ত্রী হিসেবেও আর এক তরুণ নেতা হরিশ সাংঘভিকে দায়িত্ব দিয়েছে বিজেপি৷

advertisement

সাংগঠনিক দক্ষতার পাশাপাশি পরিষদীয় রাজনীতিতেও যথেষ্ট অভিজ্ঞ নীতীন নবীন৷ ইতিমধ্যেই পাঁচ বার বিহারের বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি৷ বিহার সরকারের মন্ত্রী হিসেবেও কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর৷ ফলে একাধিক নির্বাচনে প্রার্থী হওয়ায় সাধারণ মানুষের মধ্যেও পরিচিত মুখ তিনি৷ বিজেপি-র অন্দরে তাঁর গুরুত্ব আরও বেড়েছে কারণ নীতি নির্ধারণের অভিজ্ঞতার পাশাপাশি বাস্তবের মাটিতে পা রেখে রাজনীতি করেন তিনি৷ এই মুহূর্তে তরুণ প্রজন্ম এবং প্রথম বারের ভোটারদের সমর্থন আদায় করাই বিজেপি নেতৃত্বের অন্যতম লক্ষ্য৷ সেই লক্ষ্য মাথায় রেখেই নীতীন নবীনের মতো তরুণ মুখকে বেছে নেওয়া হয়েছে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের৷ বিজেপি-র যুব মোর্চাতেও দীর্ঘদিন ধরে সংগঠন বৃদ্ধিতে কাজ করার অভিজ্ঞতা থাকায় দলের সর্বভারতীয় সভাপতি হিসেবে দলের ক্যাডারদের আরও চাঙ্গা করতে বড় ভূমিকা নিতে পারেন বলেই ভরসা রাখছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷

advertisement

নীতীন নবীনের মতো নেতাদের শীর্ষ স্তরে দায়িত্ব দিয়ে বিজেপি-র ভবিষ্যতের নেতৃত্বকেও তৈরি রাখার প্রক্রিয়া শুরু হয়ে গেল বলে মনে করা হচ্ছে৷ নীতীন নবীনকে দলের পরিশ্রমী একজন কর্মী এবং মানুষের প্রত্যাশা পূরণ করতে সফল একজন নেতা হিসেবেই প্রশংসা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

সেরা ভিডিও

আরও দেখুন
হুইল চেয়ারে ভর করেই উচ্চমাধ্যমিকে নজিরবিহীন রেজাল্ট, বিশ বছরের সফল শিক্ষিকা স্বরূপা
আরও দেখুন

২০০৮ সালে বিজেপি যুবমোর্চার সর্বভারতীয় কার্যনির্বাহী কমিটির একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছিলেন নীতীন নবীন৷ তার পরে ১৭ বছরে বিজেপি-তে তাঁর উত্থান সত্যিই চমকে দেওয়ার মতো৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nitin Nabin Political Career: নাড্ডার উত্তরসূরি, মাত্র ৪৫-এই বিজেপির শীর্ষ পদে বসছেন নীতীন নবীন! বিহারের তরুণ নেতায় কেন আস্থা, কে তিনি?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল