TRENDING:

Nitin Gadkari: দাউদের নাম করে ফোন, ১০০ কোটি টাকার দাবি! প্রাণনাশের হুমকি পেলেন নীতিন গড়করি

Last Updated:

Nitin Gadkari: কেন্দ্রীয় মন্ত্রীর জনসংযোগ অফিসের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে দাউদের নামে পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নাগপুর: প্রাণনাশের হুমকি পেলেন কেন্দ্রীয় সড়ক এবং পরিবহন মন্ত্রী নীতিন গড়করি। শনিবার সকাল সাড়ে ১১টায় নাগপুরের খামলা চকের অফিসে নীতিন গড়করিকে হত্যার হুমকি দিয়ে প্রথমে একটি ফোন আসে। জানা গিয়েছে, এক অচেনা নম্বর থেকে মোট দুবার ফোন আসে। প্রথম কল আসে সাড়ে ১১টায়, পরে ফোনটি আসে ১০ মিনিট পর ১১টা ৪০ মিনিটে।
নীতিন গড়করি। ফাইল ছবি
নীতিন গড়করি। ফাইল ছবি
advertisement

কেন্দ্রীয় মন্ত্রীর দফতর থেকে পুলিশকে এ বিষয়ে জানানো হয়েছে। পুরো ঘটনার তদন্তে নেমেছে নাগপুর পুলিশ। নীতিন গড়কড়ির অফিসের নিরাপত্তা বাড়ানো হয়েছে। তাঁর বাসভবন থেকে নীতিন গড়কড়ির সংসদীয় অফিসের দূরত্ব মাত্র ১ কিলোমিটার। পুরো বিষয়টি মাথায় রেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

নাগপুর পুলিশ জানিয়েছে, কেন্দ্রীয় মন্ত্রীর জনসংযোগ অফিসের ল্যান্ডলাইন নম্বরে ফোন করে দাউদের নামে পরিচয় দিয়ে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছিল। অভিযোগ, ফোনে হুমকি দাতা ওই ব্যক্তি ১০০ কোটি টাকা মুক্তিপণও দাবি করে। সূত্রের খবর, যে নম্বর থেকে ফোন করা হয়েছিল সেই নম্বরটি খুঁজে বের করেছে পুলিশ। কর্ণাটকের কোনও এক এলাকা থেকে এই হুমকি দেওয়া হয়েছিল। অভিযুক্তদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

advertisement

আরও পড়ুন,  প্যান কার্ড নিয়ে আসছে নতুন নিয়ম! বাজেটে বড় ঘোষণার পথে মোদি সরকার

আরও পড়ুন, সিপিএমকে আমন্ত্রণ, ভারত জোড়ো যাত্রার সমাপ্তিতে কেন ব্রাত্য় তৃণমূল? ব্য়াখ্য়া দিলেন অধীর

অন্যদিকে ঘটনার পরেই নিতীন গড়কড়ির বাসভবন এবং অফিসগুলির নিরাপত্তা বাড়ানো হয়েছে। স্থানীয় পুলিশও মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা যায়নি।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Nitin Gadkari: দাউদের নাম করে ফোন, ১০০ কোটি টাকার দাবি! প্রাণনাশের হুমকি পেলেন নীতিন গড়করি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল