TRENDING:

Nitin Gadkari: "সময়ে সিদ্ধান্ত নেয় না সরকার," ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিন গড়করি

Last Updated:

Union Minister Nitin Gadkari: নীতিন গড়করি জানান, বিজেপির ক্ষমতায় এমন উত্থানের কৃতিত্ব অটল বিহারী বাজপেয়ী, এল কে আডবানী এবং দীনদয়াল উপাধ্যায়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বরাবরই স্পষ্টভাষী কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি। সোজা সাপটা মন্তব্য করার মূল্যও চোকাতে হয়েছে তাঁকে। সম্প্রতি বিজেপির শীর্ষ সিদ্ধান্ত গ্রহণকারী দল থেকে বাদ পড়েছেন নীতিন গড়করি। তবে তাতে ধার কমেনি তাঁর। ফের নতুন করে এক মন্তব্য করে কেন্দ্রের অস্বস্তি বাড়ালেন তিনি৷ সরকার “সময়ে সিদ্ধান্ত নিচ্ছে না” এবং এটি বেশ বড় এক সমস্যা, রবিবার একটি অনুষ্ঠানে বলেন নীতিন গড়করি। “আপনি অলৌকিক ঘটনা ঘটাতে পারেন...এবং সে সম্ভাবনা রয়েছে... আমার পরামর্শ হল, ভারতীয় পরিকাঠামোর ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। আমাদের বিশ্বে এবং দেশে ভাল প্রযুক্তি, ভাল উদ্ভাবন, ভাল গবেষণা এবং সফল চর্চাকে গ্রহণ করতে হবে। আমাদের বিকল্প উপকরণ থাকা উচিত যার মাধ্যমে আমরা গুণমানের সঙ্গে আপস না করেই খরচ কমাতে পারি। নির্মাণের ক্ষেত্রে সময়ই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। সময়ই সবচেয়ে বড় পুঁজি। সবচেয়ে বড় সমস্যা হল সরকার সময়মতো সিদ্ধান্ত না নিচ্ছে,” বলেন কেন্দ্রীয় মন্ত্রী।
advertisement

সময় “প্রযুক্তি বা সম্পদের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ,” মুম্বইয়ের অ্যাসোসিয়েশন অফ কনসাল্টিং সিভিল ইঞ্জিনিয়ারদের দ্বারা আয়োজিত NATCON 2022-র বক্তব্য রাখতে গিয়ে বলেন গড়করি। গড়কড়ির কথা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্তব্যের মধ্যে অমিল দেখা দিয়েছে কিছু দিন আগেই। দেশের ‘অমৃত কাল’ বা স্বর্ণযুগ বলে অভিহিত করে, উন্নয়নে বড় বড় মাইলফলক অতিক্রম করার ক্ষেত্রে তাঁর সরকারের সাফল্য তুলে ধরেন মোদি৷

advertisement

আরও পড়ুন- "অ্যালোপ্যাথিকে গালাগাল করতে পারেন না," সুপ্রিম কোর্টের তিরস্কার রামদেবকে

বিজেপি নেতারা অবশ্য বলছেন নীতিন গড়করির কথা কোনও নির্দিষ্ট সরকারের জন্য নয়, সাধারণভাবে সরকারের উদ্দেশ্যে বলেছেন তিনি। গত সপ্তাহে, ২০২৪ সালের জাতীয় নির্বাচন সহ আসন্ন নির্বাচনের লক্ষ্যে সিদ্ধান্ত নেওয়ার জন্য গঠিত বিজেপির সংসদীয় বোর্ড থেকে বাদ দেওয়া হয় গড়করিকে।

advertisement

প্রাক্তন বিজেপি সভাপতির এই বোর্ড থেকে বাদ পড়া বেশ আশ্চর্যের। কারণ প্রাক্তন প্রধানরা চিরকালই এই প্যানেলে থেকেছেন। তাঁর চেয়েও বড় কথা, নীতিন গড়করি বিজেপির আদর্শিক পরামর্শদাতা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) অত্যন্ত ঘনিষ্ঠ। নাগপুরে একটি অনুষ্ঠানে সম্প্রতি নীতিন গড়করি জানান, আজকালকার রাজনীতি ক্ষমতা প্রদর্শন নিয়েই বেশি ভাবিত এবং মাঝে মাঝে তিনি রাজনীতি ছেড়ে দেওয়ার কথাও নাকি ভাবেন।

advertisement

আরও পড়ুন- দলের সঙ্গে মতানৈক্যে বিজেপি ছাড়ছেন দিলীপ ঘোষ? আরএসএসের প্রসঙ্গ টেনে জবাব দিলীপের

‘সময়’ বিষয়ে মন্তব্যের কয়েক ঘণ্টা পরেই নীতিন গড়করি নাগপুরে জানান, বিজেপির ক্ষমতায় এমন উত্থানের কৃতিত্ব অটল বিহারী বাজপেয়ী, এল কে আডবানী এবং দীনদয়াল উপাধ্যায়ের। গড়করি মুম্বইতে বিজেপির ১৯৮০ সালের কনক্লেভে বাজপেয়ীর বক্তৃতার উল্লেখ করে বলেন, “অটল জি বলেছিলেন একদিন অন্ধেরা ছটেগা, সুরজ নিকলেগা, কমল খিলেগা।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

“আমি সেখানে ছিলাম। যারা সেই বক্তৃতা শুনেছিলেন তাঁরা সবাই বিশ্বাস করেছিলেন যে এমন একটি দিন আসবে। অটল জি, আডবানী জি, দীনদয়াল উপাধ্যায় এবং অনেক কর্মী এমন কিছু কাজ করেছেন যে আজ আমরা দেশে এবং অনেক রাজ্যে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্বে ক্ষমতায় রয়েছি।”

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Nitin Gadkari: "সময়ে সিদ্ধান্ত নেয় না সরকার," ফের বিজেপির অস্বস্তি বাড়ালেন নীতিন গড়করি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল