TRENDING:

Narendra Modi on Niti Ayog: লক্ষ্য হোক ব্যক্তি স্তরে ‘শূন্য দারিদ্র’! বিকশিত ভারতকে সামনে রেখে সব রাজ্যকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক নরেন্দ্র মোদির

Last Updated:

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও, তাঁর বক্তব্যের সময় ৫ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি৷ অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে খারিজ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লক্ষ্য হোক শূন্য দারিদ্র, ‘জিরো পভার্টি’৷ স্বাধীনতার একশো বছরে মোদি সরকারের লক্ষ্য ‘বিকশিত ভারত @2047’ ৷ আর এই লক্ষ্যে পৌঁছতে রাজ্য সরকারগুলির পূর্ণ সহযোগিতা কামনা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নবম নীতি আয়োগের বৈঠকে মোদি জানালেন, ‘বিকশিত রাজ্যই তৈরি করবে বিকশিত ভারত’৷
advertisement

শনিবারের বৈঠকে মোদি বলেন, ‘‘আমরা অতিমারিকে পরাজিত করেছি৷ আমাদের দেশের মানুষ আগ্রহ এবং উত্তেজনায় পরিপূর্ণ৷ প্রতিটা রাজ্যের ঐক্যবদ্ধ চেষ্টায় আমরা সমবেত ভাবে বিকশিত ভারত @2047-র স্বপ্নপূরণ করতে পারি৷  বিকশিত রাজ্যগুলিই তৈরি করবে বিকশিত ভারত৷’’

এদিন ‘জিরো পভার্টি’র লক্ষ্যপূরণের উদ্দেশ্যেও বার্তা দেন প্রধানমন্ত্রী৷ বিকশিত ভারতের লক্ষ্যপূরণে দেশে শূন্য দারিদ্র অর্থাৎ, ‘জিরো পভার্টি’ হবে অন্যতম উদ্দেশ্য৷ শুধুমাত্র প্রকল্প পূরণের রাস্তায় না হেঁটে ব্যক্তি বিশেষের ক্ষেত্রেও দারিদ্র দূরীকরণ প্রয়োজন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী৷ তিনি জানান, একেবারে শিকড় থেকে দারিদ্র দূরীকরণ সম্ভব হলে, দেশে এক অভূতপূর্ব পরিবর্তন আসা সম্ভব হবে৷

advertisement

আরও পড়ুন: ‘শাক দিয়ে মাছ ঢাকছে, ইচ্ছাকৃত ভাবে অপমান!’ কলকাতায় ফিরেও অনড় মমতা

মোদি বলেন, ‘‘বিকশিত ভারত @2047 প্রত্যেক ভারতবাসীর স্বপ্ন৷ এই স্বপ্নপূরণে রাজ্যগুলি নিজের মতো করে পরিকল্পনা করতে পারে, কারণ, তাঁরাই মানুষের সঙ্গে সরাসরি সংযোগে রয়েছে৷’’

ডিএমকে-র তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন, কেরলের মুখ্যমন্ত্রী এবং সিপিআই (এম) নেতা পিনারাই বিজয়ন, আম আদমি পার্টির পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান এবং তিন কংগ্রেসের মুখ্যমন্ত্রী – কর্ণাটকের সিদ্দারামাইয়া, হিমাচল প্রদেশের সুখবিন্দর সহ বেশ কয়েকজন ইন্ডিয়া ব্লকের মুখ্যমন্ত্রী যেমন সিং সুখু এবং তেলঙ্গানার রেভান্থ রেড্ডি নীতি আয়োগ সভা বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। কেন্দ্রীয় বাজেটে এনডিএ-র জোটসঙ্গী জেডি(ইউ) এবং টিডিপি-র প্রতি পক্ষপাতমূলক বরাদ্দ নির্ধারণের নিন্দা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন তাঁরা৷

advertisement

অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে যোগ দিলেও, তাঁর বক্তব্যের সময় ৫ মিনিটের মাথায় তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয় বলে অভিযোগ করেছেন তিনি৷ অন্যদিকে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তোলা অভিযোগকে খারিজ করে বিবৃতি দিয়েছে কেন্দ্রীয় সরকারও৷

আরও পড়ুন: ব্যবসার প্রয়োজনে স্বামীর পরিবার টাকা দাবি করলে তা যৌতুক নয়: এলাহাবাদ হাই কোর্ট

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগকে অসত্য বলে দাবি করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানিয়েছেন, ‘‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নীতি আয়োগের বৈঠকে এসেছিলেন৷ আমরা সবাই তাঁর বক্তব্য শুনেছি৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকে তাঁদের জন্য বরাদ্দ সময় দেওয়া হয় এবং তাঁদের টেবিলের সঙ্গে থাকা স্ক্রিনে সেই সময় ফুটেও উঠছিল৷ সংবাদমাধ্যমে উনি অভিযোগ করেছেন যে তাঁর মাইক বন্ধ করে দেওয়া হয়েছিল৷ এটা সম্পূর্ণ অসত্য৷ প্রত্যেক মুখ্যমন্ত্রীকেই বক্তব্য রাখার জন্য প্রাপ্য সময় দেওয়া হয়েছে৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাইক বন্ধ করে দেওয়ার যে অভিযোগ করেছেন তা দুর্ভাগ্যজনক এবং অসত্য৷ মিথ্যের উপর ভিত্তি করে কোনও ধারণা তৈরি না করে তাঁর উচিত এই অভিযোগের আড়ালে থাকা সত্যিটা সামনে নিয়ে আসা৷’’

বাংলা খবর/ খবর/দেশ/
Narendra Modi on Niti Ayog: লক্ষ্য হোক ব্যক্তি স্তরে ‘শূন্য দারিদ্র’! বিকশিত ভারতকে সামনে রেখে সব রাজ্যকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক নরেন্দ্র মোদির
Open in App
হোম
খবর
ফটো
লোকাল