ছোট ছেলের প্রাক-বিবাহ বাসরে বিশ্বম্ভরী স্তুতিতে নীতার বিশেষ পারফরম্যান্স মন ভরিয়েছে সকলের। মূলত মা অম্বার উদ্দেশ্যেই এই গান উৎসর্গ করা হয়েছে। এএনআই-এর তরফে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, ট্র্যাডিশনাল কমলা রঙের শাড়িতে মঞ্চে অবতীর্ণ হয়েছেন নীতা। শাড়ির সঙ্গে মানানসই গয়নায় অপূর্ব দেখাচ্ছিল তাঁকে। শাস্ত্রীয় নৃত্যশিল্পীদের মাঝে চোখধাঁধানো নৃত্যশেলীতে সকলকে মুগ্ধ করলেন রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।
advertisement
বলাই বাহুল্য যে, নীতার এই পারফরম্যান্সের ভিডিও ভাইরাল হয়ে গিয়েছে। জানা গিয়েছে যে, ছোটবেলা থেকেই প্রত্যেক নবরাত্রিতে এই স্তোত্র শুনে এসেছেন নীতা। কনিষ্ঠ পুত্র অনন্ত এবং তাঁর হবু বউ রাধিকার জীবনের সফর যাতে সুন্দর হয়, তার জন্য মা অম্বার আশীর্বাদ প্রার্থনা করতেই মঞ্চে অবতীর্ণ হয়েছিলেন নীতা। শুধু তা-ই নয়, নিজের নাতি-নাতনি আদ্যা শক্তি ও বেদা এবং সমস্ত ছোট মেয়েদের জন্যও ওই পারফরম্যান্স উৎসর্গ করেছেন তিনি।
গুজরাতের জামনগরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ উৎসবের উৎসবের আসর বসেছে। আসলে আম্বানি পরিবারের কাছে জামনগরের এক বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ গুজরাতের এই শহরের সঙ্গে তাঁদের পারিবারিক বন্ধন অত্যন্ত গভীর। এমনিতে জামনগরে প্রতিদিন খুব বেশি বিমান ওঠা-নামা করে না। ওই উৎসবের কারণে জামনগর বিমানবন্দরে ব্যস্ততা ছিল চোখে পড়ার মতো। যদিও জামনগর বিমানবন্দরের তদারকির দায়িত্বে রয়েছে রিলায়েন্স। কারণ এটাই মূলত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড রিফাইনারি কমপ্লেক্সের প্রবেশদ্বার।
এই প্রাক-বিবাহ উৎসবের আসরে শুধু রবিবারই নয়, শনিবারও নিজের পারফরম্যান্সের মাধ্যমে সকলের নজর কেড়ে নিয়েছেন নীতা আম্বানি। সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছেন মুকেশ আম্বানিও। পুত্রের প্রি-ওয়েডিং সঙ্গীতে ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’ গানে রোম্যান্টিক পারফরম্যান্স দেখা গিয়েছে এই পাওয়ার কাপলকে। সেই গানের মাধ্যমেই ওই দম্পতির গভীর প্রেম ফুটে উঠেছে। এই পারফরম্যান্সের পাশাপাশি সাম্প্রতিক বছরে তাঁরা যে সেরা মুহূর্তগুলি কাটিয়েছেন, সেই মুহূর্তগুলিও তুলে ধরা হয়েছে। পরিবারের নতুন সদস্য এবং নাতি-নাতনিদের স্বাগত জানানোর মুহূর্তগুলিও স্থান পেয়েছে। বলাই বাহুল্য যে, সকলে মুকেশ-নীতার এই পারফরম্যান্স দারুণ উপভোগ করেছেন। এরপরে অবশ্য কন্যা ইশা আম্বানির সঙ্গেও নাচের তালে পা মিলিয়েছিলেন নীতা। ‘কলঙ্ক’ ছবির জনপ্রিয় গান ‘ঘর মোরে পরদেশিয়া’-তে মঞ্চ মাতিয়েছেন মা-মেয়ে।