কারণ করযোগ্য আয়ের ঊর্ধ্বসীমা আরও কিছুটা বাড়ানো হবে বলে আশা ছিল অর্থনীতিবিদদের একাংশেরও৷ তাঁরা মনে করছেন, কর ব্যবস্থায় পরিকাঠামো না আনায় বাজারে চাহিদাও সেভাবে বাড়বে না৷ ফলে, অর্থনীতি চাঙ্গা হওয়ার ক্ষেত্রেও নির্মলা সীতারমণের এই বাজেট বাধা হয়ে দাঁড়াতে পারে বলেই মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ৷ কারণ কর কাঠামো অপরিবর্তিত থাকায় মধ্যবিত্তের ক্রয়ক্ষমতাও বাড়ল না বলেই মত অর্থনীতিবিদদের৷
advertisement
সাধারণ করদাতাদের কোনও সুখবর না দিলেও কর্পোরেট ট্যাক্স কমিয়েছেন নির্মলা সীতারমণ৷ তিনি জানিয়েছেন, কর্পোরেট ট্যাক্সের হার কমিয়ে ১৮ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হচ্ছে৷
আবার করদাতা এবং অর্থনীতিবিদদের একাংশের আশা ছিল, হয়তো ধনকুবের বা বিত্তশালীদের উপরে অতিরিক্ত কর চাপিয়ে সাধারণ মধ্যবিত্তদের উপর থেকে করের বোঝা কিছুটা কমাবেন নির্মলা সীতারমণ৷ কিন্তু সেরকম কোনও ঘোষণাও করেননি অর্থমন্ত্রী৷