TRENDING:

'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?

Last Updated:

Finance Minister Nirmala Sitharaman আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

advertisement
আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। নেটওয়ার্ক18-এর গ্রুপ এডিটর-ইন-চিফ রাহুল জোশিকে দেওয়া সাক্ষাৎকারে নির্মলা জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আট মাস আগেই পণ্য ও পরিষেবা কর (জিএসটি) সংস্কারের নির্দেশ দিয়েছিলেন।
আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
আট মাস আগেই নির্মলা সীতারামনকে জিএসটি সংস্কারের নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একান্ত সাক্ষাৎকারে জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।
advertisement

তিনি বলেন, “প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে লালকেল্লা থেকে সংস্কারের কথা ঘোষণা করেছিলেন। কিন্তু তারও আগে, প্রায় আট মাস আগে তিনি আমাকে একবার ডেকে নিয়ে জিএসটি-র পুরো কাঠামো—হার, প্রক্রিয়া এবং সাধারণ মানুষের স্বার্থ নিয়ে কীভাবে সহজ করা যায়, সেই বিষয়ে দীর্ঘ আলোচনা করেছিলেন। তিনি আমাকে বলেছিলেন, এ বিষয়ে আমি যেন বিকল্প ভাবি। আমি তাঁকে আশ্বাস দিয়েছিলাম যে আমি প্রস্তাব নিয়ে তাঁর কাছে ফিরব।”

advertisement

আমেরিকায় দারিদ্র্যের দিন শুরু! ডোনাল্ড ট্রাম্পের জন্য আরও এক ধাক্কা!  নতুন রিপোর্টে ব্যাপক চাঞ্চল্য! 

দৃষ্টিহীন হয়েও শিক্ষার আলো দিচ্ছেন নীলরতন! ছাত্র-ছাত্রীদের প্রিয় এই শিক্ষক যেন সমাজের কাছে হয়ে উঠেছেন দৃষ্টান্ত

অর্থমন্ত্রী আরও জানান, বাজেট সেশন চলাকালীনও মোদি তাঁকে বিষয়টি মনে করিয়ে দিয়েছিলেন। পরে এপ্রিলের ঘটনাপ্রবাহ ও ‘অপারেশন সিঁদুর’-এর পরিপ্রেক্ষিতে তিনি আবার এ নিয়ে আলোচনা করেন।

advertisement

সীতারামনের কথায়, “প্রধানমন্ত্রী বলেছিলেন, ব্যবসা সহজ করার এমন এক ব্যবস্থা চাই, যেখানে ছোট ব্যবসায়ীদের আলাদা করে অডিটরের কাছে বসতে হবে না। বাজেটে যেমন মধ্যবিত্ত ও সাধারণ করদাতাদের প্রতি সম্মান দেখানো হয়েছে, জিএসটি সংস্কারেও সেটাই বজায় রাখতে হবে। এই কর প্রতিটি নাগরিকের জীবনের সঙ্গে যুক্ত, তাই সংবেদনশীল হতে হবে।”

advertisement

অর্থমন্ত্রী জানান, এই প্রথমবার কেন্দ্র সরাসরি জিএসটি কাউন্সিলে প্রস্তাব রেখেছে। এর আগে সবসময় গ্রুপ অফ মিনিস্টারস (GoM) এই কাজ করত। ক্ষতিপূরণ সেস বন্ধ করার ক্ষেত্রেও এবার কেন্দ্রই বিস্তৃত প্রস্তাব দেয়।

লালকেল্লা থেকে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, নতুন সংস্কারে করহার সরলীকরণ করা হবে এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর কমানো হবে।

জিএসটি সংস্কার: কী বদলাচ্ছে?

  • দুই স্ল্যাব কাঠামো: ৫% ও ১৮% — ১২% ও ২৮% হার বাতিল।
  • বিশেষ স্ল্যাব: বিলাসপণ্য ও পাপ-পণ্য (সিগারেট, বিলাসবহুল গাড়ি, ইয়ট ইত্যাদি)-এর জন্য ৪০% কর।
  • কমছে কর: ঘি, মাখন, রুটি, শ্যাম্পু, তেল, টুথপেস্ট-সহ নিত্যপ্রয়োজনীয় জিনিসে কর ছাড়।
  • বাড়ছে কর: তামাকজাত দ্রব্য, বিলাসবহুল গাড়ি, ইয়ট, পানীয় ইত্যাদিতে কর বাড়ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

বাজার বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্তে এফএমসিজি, স্বাস্থ্যখাত, পরিকাঠামো, ছোট অটো, কৃষি ও নবায়নযোগ্য শক্তি-সংক্রান্ত স্টকগুলোতে ইতিবাচক প্রভাব পড়বে।

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
'৮ মাস আগেই GST সংস্কারের নির্দেশ দিয়েছিলেন মোদি'! কিন্তু...একান্ত সাক্ষাৎকারে কী বললেন নির্মলা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল