কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ CNN-News18-এর সঙ্গে একান্ত সাক্ষাৎকারে বলেন, "আমি যতদূর জানি, SBI এবং LIC উভয়ই সংশ্লিষ্ট সিএমডিদের সঙ্গে বিশদ বিবৃতি জারি করে জানিয়েছে তারা বিপদের মুখে নেই।" তিনি আরও বলেন, "ভারতীয় ব্যাঙ্কিং সেক্টর আজ কম নন-পারফর্মিং অ্যাসেটস (এনপিএ) স্তরের সঙ্গে একটি স্বচ্ছন্দমূলক জায়গায় রয়েছে।"
নিউজ 18 লাইভ আপডেটে নির্মল সীতারমণের একান্ত সাক্ষাত্কারে শুক্রবার বলেন, "সরকারের সিদ্ধান্তের সঙ্গে দাঁড়ানোর জন্য ভারতের জনগণকে কৃতিত্ব দিয়েছেন অর্থমন্ত্রী।
আরও পড়ুন: আয়কর ব্যবস্থা সরল হোক, চেয়েছিলেন প্রধানমন্ত্রী! নতুন কর কাঠামো নিয়ে আশাবাদী নির্মলা
কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, কেন্দ্রীয় সরকার প্রতিটি সংস্কারের জন্য পর্যাপ্ত হোমওয়ার্ক করেছে। "আমরা কেন একটি নির্দিষ্ট সংস্কার বেছে নিয়েছি এবং কেন অন্যটি নয় তা আমাদের প্রতিষ্ঠা করতে হয়েছে। যে আলোচনার নেতৃত্ব দিয়েছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।