বাজেট (Budget 2022) পেশ করার একদিন পর আলাপচারিতায় দীর্ঘ ক্ষণ কথা বলেন অর্থমন্ত্রী৷ তিনি ইতিমধ্যেই ঘোষণা করেছেন, একটি এক্সপার্ট প্যানেল তৈরি করা হবে ভেঞ্চার ক্যাপিটাল ও প্রাইভেট ইক্যুইটি ইনভেস্টমেন্টে উৎসাহ দেওয়ার জন্য৷ ২০২১-এ এই দু’টি ক্ষেত্রেই রেকর্ড ভেঙে দেওয়া বিনিয়োগ হয়েছে দেশে৷
আরও পড়ুন : কেন বাজেটে অপরিবর্তিত করের হার? ব্যাখ্যা করলেন নির্মলা সীতারমণ
advertisement
অর্থমন্ত্রী জানান, এই এক্সপার্ট প্যানেলের দ্বারা সরকার বিবেচনা করবেন ‘উপযুক্ত উদ্যোগ’-কে যাতে বিনিয়োগকে সঠিকভাবে পরিমাপ করা যায়৷ পাশাপাশি আসে আরও পলিসি, যা আদতে সাহায্য করবে ভারতীয় সংস্থায় বিদেশি পুঁজি বিনিয়োগকারীদের৷ তাঁর কথায়, ‘‘ভারতে যা পুঁজি আছে এবং যা ফান্ডিং পৌঁছেছে তাঁদের কাছে, তাতে এই বার্তাই যায় যে আমিও এটাই চাই৷’’
রিপোর্ট অনুযায়ী, ২০২১ সালে সংস্থাগুলিতে ৭৭ বিলিয়ন ডলার ভেঞ্চার ক্যাপিটাল এবং প্রাইভেট ইক্যুইটি বৃদ্ধি পায়৷ যা ২০২০ সালের তুলনায় ৬০ শতাংশ বেশি৷ এবং ১৫৪ শতাংশ বেশি হবে যদি রিলায়েন্স জিও-র অভাবনীয় ভূমিকার কথা গণনা করা হয়৷
আরও পড়ুন : "ভারতীয় অর্থনীতি সমস্যামুক্ত হবেই," 'ঝুঁকি'র আশঙ্কা উড়িয়ে আশাবাদী নির্মলা সীতারমণ
নতুন বিনিয়োগকারী সংস্থা, যাদের মধ্যে আছে হেজ ফান্ড, মিউচুয়াল ফান্ড এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলিও বেসরকারি সংস্থাগুলিকে সাহায্য করেছে যারা স্টক মার্কেট লিস্টিংয়ের জন্য পরিকল্পনা করছে৷
প্রাসঙ্গিক ক্ষেত্র থেকেই কমিটিতে বিশেষজ্ঞরা থাকবেন, যাঁরা ভবিষ্যতের পথে প্রাইভেট ইক্যুইটি এবং ভেঞ্চার ক্যাপিটাল ফান্ডের প্রসঙ্গে আলোকপাত করতে পারবেন৷