TRENDING:

FM Nirmala Sitharaman EXCLUSIVE: কৃষি সেস চাপানোয় এক টাকাও দাম বাড়বে না, দাবি অর্থমন্ত্রীর

Last Updated:

পেট্রোল, ডিজেল, সয়াবিন অয়েলের মতো বেশ কিছু পণ্য়ের উপরে বাজেটে কৃষি সেস চাপিয়েছেন নির্মলা সীতারমণ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দিল্লি: কৃষি সেসের অতিরিক্ত বোঝা ক্রেতাদের উপরে কোনওভাবেই চাপানো হবে না৷ News18-কে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এমনই দাবি করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ৷
advertisement

এ দিন পেট্রোল, ডিজেল, মদ সহ বেশ কিছু পণ্যের উপরে কৃষি পরিকাঠামো এবং উন্নয়নের (এগ্রিকালচার ইন্ফ্রাস্ট্রাকটার অ্যান্ড ডেভেলপমেন্ট সেস) নামে নতুন সেস বসিয়েছেন অর্থমন্ত্রী৷ যদিও একই সঙ্গে তিনি জানিয়েছেন, শুল্কের হারও পুনর্গঠন করা হচ্ছে৷ কিন্তু আমজনতার আশঙ্কা, নতুন এই সেসের চাপ আসলে তাদের পকেটের উপরেই পড়তে চলেছে৷ সোনা, রুপো বার, অপরিশোধিত পাম তেল, সয়াবিন- সানফ্লাওয়ার অয়েল, আপেল, কড়াইশুঁটির উপরেও বসতে চলেছে এই নতুন সেস৷ মদের উপরে ১০০ শতাংশ সেস চাপানো হয়েছে৷ ডিজেলে লিটার পিছু ৪ শতাংশ, পেট্রোলে প্রতি লিটারে ২.৫০ টাকা সেস বসতে চলেছে৷

advertisement

নতুন এই কৃষি সেস নিয়ে আমজনতার চিন্তা দূর করে নির্মলা সীতারমণ বলেন, 'কৃষি পরিকাঠামো উন্নয়ন সেস কোনওভাবেই আমদানিকারী এবং ক্রেতাদের উপরে অতিরিক্ত বোঝা হয়ে দাঁড়াবে না৷ এর জন্য কাউকে এক টাকাও অতিরিক্ত দিতে হবে না৷'

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দূর দূরান্ত থেকে মানুষ আসে শুধু সূর্যাস্ত দেখতে, বাংলার এই 'অনামী' স্পট এখন 'হটফেভারিট'!
আরও দেখুন

উদাহরণ দিয়ে অর্থমন্ত্রী বলেন, সোনার উপরে আমদানি শুল্ক ছিল ১২ শতাংশের কিছু বেশি৷ সেই আমদানি শুল্ক কমিয়ে ৭ শতাংশের কাছাকাছি নিয়ে যাচ্ছে সরকার৷ এ ভাবেই শুল্ক কমিয়ে তার সঙ্গে তিন-চার শতাংশ অতিরিক্ত সেস যুক্ত করা হচ্ছে কৃষি উন্নয়নের জন্য আলাদা তহবিল তৈরি করতে৷ যার ফলে সেস চাপালেও ক্রেতা বা আমদানিকারীদের উপরে অতিরিক্ত বোঝা চাপবে না৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
FM Nirmala Sitharaman EXCLUSIVE: কৃষি সেস চাপানোয় এক টাকাও দাম বাড়বে না, দাবি অর্থমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল