কারণ এবার দিল্লির লেফটেন্যান্ট গভর্নরের শরণাপন্ন হয়েছে বিনয় শর্মা৷ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বৈজলের থেকে প্রাণ ভিক্ষার চেয়ে আবেদন জানিয়েছে সে৷ ফাঁসির সাজার বদলে যাবজ্জীবন সাজার আবেদন জানিয়ে আবেদন জানিয়েছেন ধর্ষকদের পক্ষে সওয়াল করা আইনজীবী এপি সিং৷ CrPC 432 এবং 433 ধারায় আবেদন জানিয়েছেন তিনি৷
চার-চারবার ফাঁসির সাজা ঘোষণা হওয়ার পরও পিছিয়ে গিয়েছে দিন৷ হৃদ হয়েছে নির্ভয়ার ধর্ষকদের ফাঁসি৷ এর আগে ৩রা মার্চ ফাঁসির কথা থাকলেও রাষ্ট্রপতির কাছে পবনের প্রাণভিক্ষার আবেদনে তা পিছিয়ে যায়৷ শেষ পর্যন্ত ২০শে মার্চ ফাঁসির দিন ঘোষণা করা হয়েছে৷ তার মধ্যেই আবার নতুন করে ছক কষতে শুরু করেছেন আইনজীবী এপি সিং৷ এখন মেয়ের ধর্ষকদের ফাঁসির জন্য অধির আগ্রহে অপেক্ষা করছেন নির্ভয়ার বাবা-মা৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 09, 2020 7:43 PM IST