শুক্রবার ভোর থেকেই তিহার জেলের সামনে হয় ভিড়৷ সংবাদমাধ্যমের সকলে যেমন ছিলেন, তেমনই ভিড় করেছিলেন সাধারণ মানুষ৷ ফাঁসির সাক্ষী থাকতেই এই জমায়েত৷ করোনার হাজার ভয়কে সরিয়েই মানুষ চলে এসেছেন তিহার জেলের সামনে৷ অনেকে সেই মুহূর্তকে ক্যামেরাবন্দি করেও রাখেন৷ ২০ মার্চ দিনটিকে শ্রদ্ধঞ্জলির দিন বলে মন্তব্য করেন নির্ভয়ার বাবা৷ ফাঁসির খবর ছড়িয়ে পড়তেই অনেকে মিষ্টি বিতরণও করেন৷
advertisement
জেল সূত্রের খবর, ফাঁসির নিয়ম মেনে ৪ ধর্ষককে প্রথমে স্নান করানো হয়৷ তার পর নতুন কাপড় পারানো হয়৷ এবং তারপর তাদের কিছু খেতে দেওয়া হয়৷ কিন্তু স্নানের পরে নতুন কাপড় পরতে চায়নি বিনয়৷ শেষ মুহূর্তে সে কাঁদতে থাকে৷ তবে এসব আর গ্রাহ্য করা হয়নি৷ ভোর সাড়ে ৫টায় ৪ দোষীর ফাঁসি হয়৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 20, 2020 9:07 AM IST