বারবার মৃত্যুর মুখ থেকে নির্ভয়া কাণ্ডের আসামীদের ফিরিয়েছেন এপি সিংহ৷ আইনের সমস্ত ফাঁক ব্যবহার করে কার্যত দণ্ডিতদের জন্যে সময় কিনেছেন এই আইনজীবী৷ এখনও তিনি হারতে রাজি নন৷ বলছেন, ‘‘এখনও আশা আছে৷ অক্ষয় দ্বিতীয়বার ক্ষমাভিক্ষার আর্জি জানিয়েছে৷ ’’
এদিন আদালত জানিয়ে দেয় আগামী ২০ মার্চ সকাল সাড়ে পাঁচটায় নির্ভয়া কাণ্ডের আসামীদের ফাঁসি দিতে হবে৷ এই নিয়ে চতুর্থবার জারি হল এই পরোয়ানা৷ সেই পরোয়ানাকেই চ্যালেঞ্জ করছেন এপি সিংহ৷ তাঁর কথায়, ‘‘সংবাদমাধ্যমের চাপে ইতিমধ্যেই মৃত্যু হয়েছে ওদের৷ চারবার পরোয়না জারি হয়েছে, প্রতিবারই ওরা মারা গিয়েছে৷’’ এপি সিংহর মতে, বিচার ব্যবস্থাই ঘাতকের ভূমিকা পালন করছে৷
advertisement
তবে এতদিনে আশার আলো দেখছেন নির্ভয়ার মা আশাদেবী৷ এ দিন রায় শুনে তিনি বলেন, ‘‘চারজনেই সব হাতিয়ার ব্যবহার করে ফেলেছে৷ আমি আশা করি এবার শাস্তি হবে এই আসামীদের৷’’