TRENDING:

স্টেপলারের পিন খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্ভয়াকণ্ডে দোষী বিনয়ের !

Last Updated:

কয়েকদিন আগে কারাগারের দেওয়ালে মাথা ফাটানোর চেষ্টা !

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কয়েকদিন আগে কারাগারের দেওয়ালে মাথা ফাটানোর চেষ্টা ! আর এবার স্টেপলারের পিন খেয়ে আত্মহত্যার চেষ্টা করল নির্ভয়াকাণ্ডে সাজাপ্রাপ্ত দোষী বিনয় শর্মা ৷
advertisement

খবর অনুযায়ী, হঠাৎই জেলের মধ্যে স্টেপলারের পিন গিলে ফেলার চেষ্টা করেন দোষী বিনয় শর্মা ৷ গোটা বিষয়টি নজরে আসার পর তৎক্ষণাৎ বিনয়কে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷

নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীরা তাদের ফাঁসি সাজা পিছনোর নতুন নতুন উপায় বের করে চলেছে ৷ দোষী বিনয় শর্মা প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি ৷ এরপর এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কোর্টের দ্বারস্থ হয়ে দোষীর আইনজীবী জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর সঙ্গে ফাঁসির সাজা তুলে নেওয়ারও আর্জি জানানো হয়েছে আদালতে ৷ শুক্রবার এই বিষয়ে রায় ঘোষণা করবে শীর্ষ আদালত ৷

advertisement

এর আগে আদালতে শুনানির সময় দোষী বিনয় শর্মার আইনজীবী এপি সিং কোর্টে জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর জেরে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বিনয় তাই তার ফাঁসি দেওয়া যায় না ৷ এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মানসিক হাসপাতালে বিনয়কে পাঠিয়েছে এবং তার জন্য বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হয় ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

আইনজীবীর তরফে দাবি করা হয় যে কোনও ব্যক্তিকে মানসিক হাসপাতালে তখনই পাঠানো হয় যখন তার মানসিক অবস্থা ঠিক নেই ৷ এরকম পরিস্থিতিতে ফাঁসি দেওয়া যায় না ৷

বাংলা খবর/ খবর/দেশ/
স্টেপলারের পিন খেয়ে আত্মহত্যার চেষ্টা নির্ভয়াকণ্ডে দোষী বিনয়ের !
Open in App
হোম
খবর
ফটো
লোকাল