খবর অনুযায়ী, হঠাৎই জেলের মধ্যে স্টেপলারের পিন গিলে ফেলার চেষ্টা করেন দোষী বিনয় শর্মা ৷ গোটা বিষয়টি নজরে আসার পর তৎক্ষণাৎ বিনয়কে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে ৷ সেখানে তাঁর চিকিৎসা চলছে৷
নির্ভয়া গণধর্ষণ ও খুনের মামলায় দোষীরা তাদের ফাঁসি সাজা পিছনোর নতুন নতুন উপায় বের করে চলেছে ৷ দোষী বিনয় শর্মা প্রাণ ভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন রাষ্ট্রপতি ৷ এরপর এই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলে কোর্টের দ্বারস্থ হয়ে দোষীর আইনজীবী জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর সঙ্গে ফাঁসির সাজা তুলে নেওয়ারও আর্জি জানানো হয়েছে আদালতে ৷ শুক্রবার এই বিষয়ে রায় ঘোষণা করবে শীর্ষ আদালত ৷
advertisement
এর আগে আদালতে শুনানির সময় দোষী বিনয় শর্মার আইনজীবী এপি সিং কোর্টে জানিয়েছে যে বিনয়ের মানসিক পরিস্থিতি ঠিক নেই ৷ এর জেরে মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে বিনয় তাই তার ফাঁসি দেওয়া যায় না ৷ এর আগেও হাসপাতাল কর্তৃপক্ষ একাধিকবার মানসিক হাসপাতালে বিনয়কে পাঠিয়েছে এবং তার জন্য বিভিন্ন ধরনের ওষুধও দেওয়া হয় ৷
আইনজীবীর তরফে দাবি করা হয় যে কোনও ব্যক্তিকে মানসিক হাসপাতালে তখনই পাঠানো হয় যখন তার মানসিক অবস্থা ঠিক নেই ৷ এরকম পরিস্থিতিতে ফাঁসি দেওয়া যায় না ৷