মুকেশ সিং ৩২), পবন গুপ্তা (২৫), বিনয় কুমার শর্মা (২৬) ও অক্ষয় কুমার (৩১) তিহার জেলেই রয়েছে৷ কবে তাদের ফাঁসি হবে, তা এখনও অনির্দিষ্ট৷ পবন, বিনয় ও অক্ষয়ের হয়ে মামলা লড়ছেন আইনজীবী এ পি সিং৷ ৪ জনের মধ্যে একমাত্র মুকেশর সব আইনি জটিলতা মিটে গিয়েছে৷ তার ফাঁসি হবেই৷ রাষ্ট্রপতি থেকে সুপ্রিম কোর্ট, সব জায়গাতেই তার প্রাণভিক্ষার আবেদন বাতিল হয়েছে৷
advertisement
নির্ভয়ার মা আশাদেবীর কথায়, 'শেষ দেখে ছাড়ব৷ যত দিন না ওদের ফাঁসি হচ্ছে, লড়ে যাবো৷ এই অপরাধীদের বেঁচে থাকার কোনও অধিকারই নেই৷ এই সিস্টেমের জাঁতাকলে আমি ক্লান্ত৷ তবে লড়াই চালিয়ে যাবো৷'
এর আগে ২২ জানুয়ারি ফাঁসি হওয়ার কথা ছিল নির্ভয়ার দোষীদের৷ পরে তা বাতিল হয়ে পয়লা ফেব্রুয়ারি হয়৷ এই নিয়ে দ্বিতীয় বার ফাঁসির তারিখ পিছোল৷
দোষীদের আইনজীবী বৃহস্পতিবার পাতিয়ালা হাউস কোর্টে ফাঁসি স্থগিত রাখার আর্জি জানান। যুক্তি দেখান, বিনয় শর্মার প্রাণভিক্ষার আরজি নিয়ে রাষ্ট্রপতি এখনও কোনও সিদ্ধান্ত নেননি। পাল্টা তিহার জেল কর্তৃপক্ষ দাবি করে, বাকি তিনজনকে ফাঁসিতে ঝোলানোই যেতে পারে। বিচারক অবশ্য তাতে সায় দেননি।