TRENDING:

মুম্বইয়ে একই জেলে রাখা হতে পারে নীরব মোদি ও বিজয় মালিয়াকে

Last Updated:

গত বছর ডিসেম্বরেই মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় দিয়েছে ব্রিটেনের আদালত৷ এ বার নীরব মোদির পালা৷ নীরব মোদি ইতিমধ্যেই আদালতে জানিয়েছেন, তিনি ভারতে ফিরতে চান না৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#লন্ডন: ব্রিটেনের আদালতে দ্বিতীয় বার জামিনের আবেদনের শুনানি চলাকালীন খানিক আবেগঘন মুহূর্ত তৈরি হল যখন নীরব মোদিকে বিচারক যখন জিগ্গেস করলেন, নীরব মোদিকে ভারতে প্রত্যর্পণ করা হলে কি বিজয় মালিয়ার সঙ্গে এক জেলেই রাখা হবে? সূত্রের খবর, ভারতে ফিরলে মুম্বইয়ের আর্থার রোড জেলেই রাখা হবে বিজয় মালিয়া ও নীরব মোদিকে৷
advertisement

গত বছর ডিসেম্বরেই মালিয়াকে ভারতে প্রত্যর্পণে সায় দিয়েছে ব্রিটেনের আদালত৷ এ বার নীরব মোদির পালা৷ নীরব মোদি ইতিমধ্যেই আদালতে জানিয়েছেন, তিনি ভারতে ফিরতে চান না৷ কারণ, ভারতে নাকি তাঁকে হত্যা করা হবে৷ ব্রিটেনকে ভারত জানিয়েছে, মুম্বইয়ে আর্থার রোড জেলে উচ্চ নিরাপত্তায় মালিয়াকে রাখা হবে৷ জেল চত্বরের মধ্যে একটি পৃথক দোতলা বিল্ডিংয়ে৷

advertisement

নীরব মোদি ও বিজয় মালিয়া, দু জনেই ভারতে ওয়ান্টেড তালিকায় রয়েছেন৷ কয়েক দিন আগেই ব্রিটেনে পিএনবি জালিয়াতি কাণ্ডে মূল অভিযুক্ত নীরব মোদিকে গ্রেফতার করে লন্ডন পুলিশ৷

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বইয়ে একই জেলে রাখা হতে পারে নীরব মোদি ও বিজয় মালিয়াকে