TRENDING:

ফের নিপা আতঙ্ক! কেরলে ২৩ বছরের ছাত্রের শরীরে মিলল ভাইরাস

Last Updated:

এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#এরনাকুলাম: ফের নিপা আতঙ্ক ছড়াল দেশে ৷ কেরলের এরনাকুলামে ২৩ বছরের এক যুবকের রক্তে নিপা ভাইরাস পাওয়া গেল ৷ ওই যুবক আপাতত এরনাকুলামের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ৷ বেশ কয়েকদিন ধরে তাঁর জ্বর কমছে না বলে জানা গিয়েছে ৷ গত বছর এই মারণ রোগে প্রাণ গিয়েছিল ১৭ জনের ৷ ওই যুবকের রক্তের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি ল্যাবে। সেখান থেকেই জানানো হয়, ওই যুবকের শরীরে নিপার ভাইরাস মিলেছে।
advertisement

ওই যুবককে সম্পূর্ণ আলাদা একটি কক্ষে রাখা সত্ত্বেও আরও চার জন নতুন করে এই জ্বরে আক্রান্ত হয়েছেন ৷ এর মধ্যে ২ জন নার্স ৷ নিপা আক্রান্ত ওই ছাত্রের সংস্পর্শে আসা আরও ৮০ জন পড়ুয়াকে পর্যবেক্ষণে রাখা হয়েছে ৷ আক্রান্ত যুবক ইদুক্কির তদুপুঝার কলেজের ছাত্র।

কেরল সরকারের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, নিপা মোকাবিলার জন্য সমস্ত রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে ৷ কেরলকে মোনোক্লোনাল অ্যান্টিবডি পাঠানো হচ্ছে ৷ এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে ৷ আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
ফের নিপা আতঙ্ক! কেরলে ২৩ বছরের ছাত্রের শরীরে মিলল ভাইরাস