TRENDING:

জঙ্গলে কয়েক ঘণ্টার গুলির লড়াই, খতম ৯ জন মাওবাদী

Last Updated:

Maoist Killed- বেশ কয়েক ঘণ্টা গুলি লড়াইয়ের পর নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ৬ জন মহিলা মাওবাদী ক্যাডার-সহ মোট ৯ জন ইউনিফর্ম পরা এবং সশস্ত্র মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দান্তেওয়াড়া: দান্তেওয়াড়ার জঙ্গলে নিরাপত্তারক্ষীদের সঙ্গে গুলির লড়াইয়ে খতম ৯ জন নকশাল ৷ মঙ্গলবার দান্তেওয়াড়া-বিজাপুর সীমানা এলাকায় সকাল ১০টা থেকে শুরু হয় এনকাউন্টার ৷
advertisement

বেশ কয়েক ঘণ্টা গুলি লড়াইয়ের পর নিরাপত্তাবাহিনীর এনকাউন্টারে ৬ জন মহিলা মাওবাদী ক্যাডার-সহ মোট ৯ জন ইউনিফর্ম পরা এবং সশস্ত্র মাওবাদীর মৃতদেহ উদ্ধার হয়েছে।

আরও পড়ুন- পরিসংখ্যানে দেশে প্রতি ২০ মিনিটে একটি ধর্ষণ, কোন ৫ শহর মহিলাদের জন্য সুরক্ষিত

এনকাউন্টারে নিহত মাওবাদী ক্যাডার পশ্চিম বস্তার এবং দরভা বিভাগ কমিটির সদস্য। দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমান্ত এলাকায় লোহাগাঁও পুরঞ্জেল আন্দ্রির বন পাহাড়ে এনকাউন্টার হয়।

advertisement

এসএলআর রাইফেল, 303 রাইফেল, বিজিএল লঞ্চার, ১২ বোরের রাইফেল ৩১৫ বোরের বন্দুক-সহ বিপুল পরিমাণ অস্ত্র ও নকশাল সামগ্রী ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুপার, দান্তেওয়াড়া শ্রী গৌরব রাই জানিয়েছেন, দান্তেওয়াড়া জেলার কিরান্দুল থানার অধীন লোহাগাঁও, পুরঞ্জেল, আন্দ্রির জঙ্গল পাহাড়ি এবং বিজাপুর সীমান্ত এলাকায় পশ্চিম বস্তার এবং দরভা বিভাগের সাথে PLGA কোম্পানী নং 2-এর মাওবাদীদের উপস্থিতির তথ্য পাওয়া গেছে।

advertisement

তল্লাশি চলাকালীন ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে দশটা থেকে পুলিশ দল এবং মাওবাদীদের মধ্যে একটানা ৭-৮ বার গুলিবর্ষণ হয়েছে।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

২০২৪ সালে এখনও পর্যন্ত ১৫৩টি নকশালের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ৬৬৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৬৫৬ জন নকশাল আত্মসমর্পণ করেছে।

বাংলা খবর/ খবর/দেশ/
জঙ্গলে কয়েক ঘণ্টার গুলির লড়াই, খতম ৯ জন মাওবাদী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল