শনিবার সকালে এই সূত্রে জম্মু-কাশ্মীরের ১৪টি ও দিল্লি-হরিয়ানার ৮টি জায়গায় তল্লাশি চালায় এনআইএ ৷ এছাড়া কাশ্মীরে জঙ্গিদের আর্থিক মদতের অভিযোগে একাধিক হুরিয়ত নেতার বিরুদ্ধে FIR করল জাতীয় তদন্তকারী সংস্থা ৷
এসএএস গিলানি, নঈম খান, ফারুখ আহমেদ ধর এবং ২৬/১১-র মুম্বই হামলায় মাস্টারমাইন্ড হাফিজ সঈদের নামে এফআইআর করেছে এনআইএ ৷ দিল্লিতে ৮ হাওয়ালা ডিলার ও ব্যবসায়ীও NIA-র নজরে রয়েছে।
advertisement
Location :
First Published :
June 03, 2017 11:48 AM IST