ট্রেন পরিষেবার বাতিলকরণ করা হবে যেসব,
০৯, ১৬ ও ২৩ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৪৬৫৪ (অমৃতসর জং.-নিউ জলপাইগুড়ি) স্পেশ্যাল ট্রেনটি বাতিল থাকবে।
১০, ১৭ ও ২৪ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬২১ (কামাখ্যা-আনন্দ বিহার টার্মিনাল) এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে।
advertisement
১১, ১৮ ও ২৫ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৪৬৫৩ (নিউ জলপাইগুড়ি-অমৃতসর জং) স্পেশ্যাল ও ট্রেন নং. ১৫৬২২ (আনন্দ বিহার টার্মিনাল-কামাখ্যা) এক্সপ্রেস ট্রেন দু’টি বাতিল থাকবে।
১২, ১৯ ও ২৬ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৪ (কাটিহার জং.-অমৃতসর জং.) স্পেশ্যাল ট্রেনটি বাতিল থাকবে।
১৩, ২০ ও ২৭ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৬ (গুয়াহাটি-উদয়পুর সিটি) স্পেশ্য়াল ট্রেনটি বাতিল থাকবে।
১৪, ২১ ও ২৮ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৭৩৩ (অমৃতসর জং.-কাটিহার জং.) স্পেশ্যাল ও ট্রেন নং. ১৫৬৫১ (গুয়াহাটি-জম্মু তাওয়াই) এক্সপ্রেস ট্রেন দু’টি বাতিল থাকবে।
১৬, ২৩ ও ৩০ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৬৫২ (জম্মু তাওয়াই-গুয়াহাটি) এক্সপ্রেস ট্রেনটি বাতিল থাকবে।
১৬ ও ২৩ আগস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৫ (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি বাতিল থাকবে।
২৮ অগাস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৮ (গোমতী নগর-কামাখ্যা) এক্সপ্রেস ও ২৯ আগস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫০৭৭ (কামাখ্যা-গোমতী নগর) এক্সপ্রেস ট্রেন দুটি বাতিল থাকবে।
ট্রেনের পথ পরিবর্তন করা হয়েছে যেগুলোর।
০৬ থেকে ২৯ অগাস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৭ (কাটিহার জং.-অমৃতসর জং.) এক্সপ্রেস ট্রেনটি ছাপরা জং., গাজিপুর সিটি, বারাণসী, বানারস, প্রয়াগরাজ জং. ও কানপুর সেন্ট্রাল হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
০৬ থেকে ২৯ আগস্ট, ২০২৩ তারিখ পর্যন্ত যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ১৫৭০৮ (অমৃতসর জং.-কাটিহার জং.) এক্সপ্রেস ট্রেনটি কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ জং., বারাণসী, গাজিপুর সিটি ও ছাপরা জং. হয়ে পথ পরিবর্তন করে চলাচল করবে।
০৯ আগস্ট, ২০২৩ তারিখে যাত্রা করার জন্য নির্ধারিত ট্রেন নং. ০৫৬১৫ (উদয়পুর সিটি-গুয়াহাটি) স্পেশ্যাল ট্রেনটি লখনউ, বারাণসী ও ছাপরা হয়ে চলাচল করবে। স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত অবশ্য নেওয়া হয়েছে।
আরও পড়ুন: ২৪ ঘণ্টায় কলকাতা কাঁপিয়ে বৃষ্টি! মেঘে মেঘে ঢাকবে আকাশ, জেলায়-জেলায় তুলকালাম, আবহাওয়ার বদল কবে
এছাড়াও উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে যাত্রীদের অতিরিক্ত ভিড় হ্রাস করতে রাঙাপাড়া নর্থ থেকে সেকেন্দ্রাবাদ জং. পর্যন্ত একটি ট্রিপের জন্য একটি একমুখী স্পেশ্যাল ট্রেন চালানোর সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এই স্পেশ্যাল ট্রেনটি রাঙাপাড়া নর্থ থেকে ১০ আগস্ট, ২০২৩ তারিখের ০৫.১৫ ঘণ্টায় রওনা দিয়ে ১২ অগাস্ট, ০৪.১৫ ঘণ্টায় সেকেন্দ্রাবাদ জং.-এ পৌঁছবে। এই স্পেশ্যাল ট্রেনটি রঙিয়া, নিউ আলিপুরদুয়ার, মাথাভাঙা, নিউ জলপাইগুড়ি, বর্ধমান, কটক, বিশাখাপট্টনম জং., রাজামুন্ড্রী হয়ে চলাচল করবে। ট্রেনটিতে ০৯টি শয়ন শ্রেণি ও ০৫টি সাধারণ শ্রেণির কামরা থাকবে।