TRENDING:

ইটিভি / নিউজ১৮ -এর সাফল্য, শুভেচ্ছা সংবাদ দুনিয়ার

Last Updated:

ফের প্রমাণিত হল খবরের বাজারে সেরা কারা! ফের সব চ্যানেলকে হারিয়ে এগিয়ে গেল দেশের সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম ইটিভি / নিউজ১৮ ৷ নির্বাচনের খবরে অন্য কেউ যে ইটিভি / নিউজ১৮-এর ধারে কাছে আসতে পারবে না, তা যেন আবার প্রমাণিত হল বিহার নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ফের প্রমাণিত হল খবরের বাজারে সেরা কারা! ফের সব চ্যানেলকে হারিয়ে এগিয়ে গেল দেশের সবচেয়ে বিশ্বস্ত ও জনপ্রিয় সংবাদ মাধ্যম ইটিভি / নিউজ১৮ ৷ নির্বাচনের খবরে অন্য কেউ যে ইটিভি / নিউজ১৮-এর ধারে কাছে আসতে পারবে না, তা যেন আবার প্রমাণিত হল বিহার নির্বাচনের ফলাফলের মধ্যে দিয়ে ৷ রবিবার সকাল থেকেই ভোটের ফলাফলের ট্রেন্ড দেখে ভ্রু-কুচকে ছিল গোটা দেশ, উৎকন্ঠাও তৈরি হয়েছিল রাজনৈতিক মহলে ৷ এমনকী, অনেক জায়গাতেই উৎসবের মেজাজে মজে গিয়েছিল বিজেপি ৷ কিন্তু একমাত্র ইটিভি / নিউজ১৮ সেই উৎকন্ঠা, কৌতুহলকে ছাপিয়ে গিয়ে. সঠিক আসন সংখ্যা, বিহার নির্বাচনের সঠিক ফলাফল তুলে ধরে গোটা দেশের কাছে ৷
advertisement

প্রায় সকাল ৯টা নাগাদ, এনডিটিভিও প্রকাশ করে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ-এ এগিয়ে থাকার খবর ৷ এমনকী, এনডিএ-এর ১৪৫টি আসন জেতার ভবিষ্যতবাণীও করে ফেলে এনডিটিভি ৷ চটজলদি স্টুডিওর আলোচনার বিষয়ও হয়ে ওঠে জেডিইউ-আরজেডি-কংগ্রেসের মহাজোটের ভরাডুবি ৷ এই আলোচনা ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর সম্পাদক শেখর গুপ্তা মহাজোটের হারের দায়ভার দিয়েছিলেন নীতিশ কুমারের ঘাড়েই ৷ শুধু এনডিটিভি নয়, ‘টাইমস নাও’, ‘টিভি টুডে’, ‘নিউজ এক্স’-র দাড়িপাল্লাও ঝুঁকে ছিল এনডিএ-র এগিয়ে থাকার খবরে ৷ ঠিক এই সময়ই ইটিভি / নিউজ১৮ সঠিক আসন সংখ্যা ও বিহারে মহাজোটের এগিয়ে থাকার খবর প্রকাশ করে ৷

advertisement

সকাল ১০.০৩ নাগাদ এক্সিকিউটিভ এডিটর ও সঞ্চালক ভূপেন্দ্র চৌবে দর্শকদের জানান, ইটিভি / নিউজ১৮, ২৪৩ আসনের যে ট্রেন্ড দর্শকদের জানাচ্ছে, তা ইটিভি নিউজের দুদার্ন্ত নেটওয়ার্কের সাহায্যেই দর্শকদের কাছে পৌঁছচ্ছে ৷ ইটিভি / নিউজ১৮ পর্দায় এই খবর দেখে ঘুম ভাঙে অন্যান্য চ্যানেলের ৷ চটজলদি তারা পরিবর্তন করতে শুরু করে এতক্ষণ দেখানো তাদের অঙ্ক ৷

advertisement

নির্বাচনী ফলাফলের শুরুর দিকে ইটিভি / নিউজ১৮ সঠিক নির্বাচনী ফলাফল দেখাতে যেন পিছিয়েই ছিল অন্যান্য চ্যানেলের তুলনায় ৷ কিন্তু সকাল ৯.৩০ টা নাগাদ, নির্বাচনী ফলাফল প্রকাশের পুরো লাগামটাই চলে আসে ইটিভি / নিউজ১৮ হাতে ৷ গোটা দেশকে তৎক্ষনাৎ জানিয়ে দেওয়া হল, বিজেপি নয়, বিহারে এগিয়ে রয়েছে নীতিশ-লালুর মহাজোট ৷ সঙ্গে ইটিভি / নিউজ১৮-এর ভবিষ্যতবাণী বিহারে বিজেপি-র ভরাডুবি ৷ তখনও অবশ্য অন্যান্যা চ্যানেলের পর্দায় বিজেপি-ই এগিয়ে ৷ বিভিন্ন খবরের চ্যানেলে, বিভিন্নরকম ফলাফল অঙ্ক দেখে বিভ্রান্তিতে পড়ে যান দেশ-বিদেশের দর্শক ৷ ইটিভি / নিউজ১৮-এর অফিসে ফোন করেও বিভ্রান্তি কাটানোর চেষ্টা করেন অনেকেই ৷ সঠিক খবর, সবার আগে, এই পুরো বিষয়টিই সম্ভব হয় নেটওয়ার্ক১৮-এর তৎপর নেটওয়ার্ক ও গোটা বিহারে ছড়িয়ে থাকা দুঁদে সাংবাদিকদের জন্য ৷ প্রতিপক্ষ চ্যানেল থেকে এগিয়ে থাকার রহস্যই হল নেটওয়ার্ক১৮ ও ইটিভির সাংবাদিকরা ৷

advertisement

ইটিভি / নিউজ১৮ হাত ধরে , আইবিএন ডট লাইভ ও নিউজ১৮ ডট কম ওয়েব দুনিয়াতেও সবার আগে ছড়িয়ে দিয়েছিল বিহার নির্বাচনের সঠিক ফলাফলের খবর ৷

ইটিভি / নিউজ১৮ সাফল্যকে বাহবা দিয়ে, বর্ষীয়ান সংবাদিক সীমা মুস্তাফা জানান, ‘এনডিটিভি, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া এবং যে সংবাদ মাধ্যমগুলি চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজেপি জয়ের খবর প্রকাশ করেছিল, এমনকী, যে সব বিশিষ্ট ব্যক্তি আলোচনা সভাতে বিহার নির্বাচনের ফলাফলে বিজেপি-র গুণগান করেছিলেন, তাঁদের বেরিয়ে আসা উচিত৷ আর গোটা দেশকে জানানো উচিত, কীভাবে তাঁরা জানতে পারলেন এই খবর ৷ ’

advertisement

রবিবার সকালটা একটু অস্বস্তির সকালই হয়ে পড়েছিল প্রণয় রায়, অর্ণব গোস্বামী, রাজদীপ সরদেশাই ও সংবাদ জগতের অন্যান্য বিশিষ্টদের কাছে ৷ কারণ, চূড়ান্ত ফলাফল ঘোষণার আগেই বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটকে বিজয়ীর আসনে বসিয়ে দিয়েছিলেন তাঁদের প্রকাশ করা খবরে ৷ তাঁরা হয়তো ভুলে গিয়েছিলেন বিহারের রাজনৈতির রণক্ষেত্রকে ৷ হয়তো তোয়াক্কা করেননি ট্রেন্ডের পালটে যাওয়া হাওয়াকেও ৷ তাই হয়তো ফলাফল শুরুর এক ঘণ্টার মধ্যেই টেলিভিশনের পর্দায় বিহারে বিজেপির জয়ের খবর প্রকাশ করে ৷ আর টিভি চ্যানেল থেকে পাওয়া খবরে উসকে গিয়ে, চূড়ান্ত ফল ঘোষণার আগেই উৎসবে মেতে ওঠেন ৷ বাজি, মিষ্টি সহযোগে জেতার আনন্দে মেতে ওঠে বহু বিজেপি দফতর ৷ এমনকী, আরএসএর নেতা রাম মাধব ফলাফল প্রকাশের আগেই জয়ী ভাষণে বলে ওঠেন, সারা দেশ জুড়ে বিশিষ্টদের পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘটনার জন্যই বিহারে আজ বিজেপি-র জয় ৷ চূড়ান্ত ফলাফলে অবশ্য পরাজয়ই ঘটে রাম মাধবের ৷

তবে নির্বাচনের ফলাফল ঘোষণার খবর প্রর্দশনে প্রথম থেকেই ইটিভি / নিউজ১৮ ছিল নিরপেক্ষ ৷ গণনার আসল অঙ্কের উপর ভর করেই স্পষ্ট সংবাদ প্রকাশই ছিল

ইটিভি / নিউজ১৮-এর আসল লক্ষ্য ৷ সে ব্যাপারে প্রথম থেকেই সুন্দর ভাবে পুরো বিষয়টিকে নিয়ন্ত্রণ করেছেন সঞ্চালক ভূপেন্দ্র চৌবে ৷ এমনকী, স্টুডিও আলোচনায় আমন্ত্রিত বিশিষ্ট অতিথিরাও ছিলেন নিরপেক্ষ ৷ কারণ, পুরো নজরটাই ছিল শুধুমাত্র চূড়ান্ত ফলাফল প্রকাশের দিকে ৷ স্বপন দাশগুপ্ত ও মণি শঙ্কর আইয়ার, ইটিভি / নিউজ১৮-এর এই সুদৃঢ় নিরেপক্ষ চরিত্রকে সাধুবাদ জানিয়েছেন ৷ সঙ্গে জানিয়েছেন, নির্বাচনের ফলাফল প্রকাশের এই প্রক্রিয়াটি সাংবাদিকতার কোর্সে যোগ করা উচিত ৷ এটি ইটিভি / নিউজ১৮-এর নিজস্ব ৷ যা খবর প্রকাশের ব্যাপারে কারও উপরে নির্ভর করে না ৷

সাংবাদিক সীমা মুস্তাফা আর জানান, ইটিভি / নিউজ১৮ নির্বাচন ফলাফল প্রকাশে কেন সঠিক? প্রথমত, এদের পুরো খবরটিই এসেছে বিহারে ছড়িয়ে থাকা সাংবাদিকদের কাছ থেকে ৷ দ্বিতীয়ত, ইটিভি / নিউজ১৮ খবর প্রকাশের ব্যাপারে অন্য কাউকে অনুসরণ করেনি ৷ তৃতীয়ত, ইটিভি / নিউজ১৮ কোনওরকম ট্রেন্ডের উপর নির্ভর না করে, চূড়ান্ত ফলাফল প্রকাশ অবধি অপেক্ষা করেছিল৷

ইটিভি / নিউজ১৮ সাফল্যকে বাহবা জানিয়ে ট্যুইট করেন সাংসদ শশী থারুরও ৷ তিনি জানান, শুভেচ্ছা আইবিএন লাইভ ৷ বিহার ভোটের ফলাফলের খবর প্রকাশে যেভাবে নিরপেক্ষ ছিল তা সত্যিই অসাধারণ ৷ অন্য কোনও ‘পোল নয়’, ফলাফলের ব্যাপারে ইভিএমই আসল!

ইটিভি / নিউজ১৮ সাফল্যেক শুভেচ্ছা জানিয়ে টেলিগ্রাফের সাংবাদিক মুকুল কেশবন অন্যান্য সংবাদ মাধ্যমকে ‘ব্লাফ’ বলেই তীব্র সমালোচনা করেন ৷ অন্যদিকে ইন্ডিয়ান এক্সপ্রেসের সাংবাদিক প্রতীক কাঞ্জিলালের মতে, রবিবার সকালে যদি সময়টা কোনও কারণে থেমে যেত তাহলে হয়তো নরেন্দ্র মোদিই বিহার রাজ্যের আধিপত্য নিয়ে নিতেন ৷ বিশিষ্ট ইতিহাসবীদ রামচন্দ্র গুহ ও সদানন্দ ধুমে দু’জনেই ট্যুইটারে শুভেচ্ছা জানিয়ে ইটিভি / নিউজ১৮-এর নিরপেক্ষ খবর প্রকাশকে বাহবা দেন ৷

বাংলা খবর/ খবর/দেশ/
ইটিভি / নিউজ১৮ -এর সাফল্য, শুভেচ্ছা সংবাদ দুনিয়ার