ভারতের কোন রাজ্য থেকে 'সবচেয়ে' বেশি 'IAS অফিসার' বেরোয় জানেন....? চমকে উঠবেন 'নামে'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: আইএএস, আইপিএস এর মতো উচ্চ পর্যায়ের পরীক্ষা হোক বা যে কোনও ক্লাসের পরীক্ষা, সাধারণ জ্ঞান জানা মাস্ট। তাই এই জ্ঞানের চর্চা উত্তরোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে জেনারেল নলেজ সংক্রান্ত উৎসাহ বাড়ায়।
advertisement
1/11

জাতীয় ও আন্তর্জাতিক ইতিহাস থেকে শুরু করে বর্তমান ঘটনাবলী সম্পর্কে নতুন নতুন তথ্য প্রতি মুহূর্তে আমাদের সাধারণ জ্ঞান বৃদ্ধি করে। অতএব, নিয়মিত এই জ্ঞানের চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
advertisement
2/11
আইএএস, আইপিএস এর মতো উচ্চ পর্যায়ের পরীক্ষা হোক বা যে কোনও ক্লাসের পরীক্ষা, সাধারণ জ্ঞান জানা মাস্ট। তাই এই জ্ঞানের চর্চা উত্তরোত্তর ছাত্রছাত্রীদের মধ্যে জেনারেল নলেজ সংক্রান্ত উৎসাহ বাড়ায়।
advertisement
3/11
আজ এই প্রতিবেদনে আমরা এমনই কিছু প্রশ্ন নিয়ে এসেছি, যার উত্তর আগামী দিনের কোনও প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুরুপের তাস হয়ে যেতে পারে পরীক্ষার্থীর কাছে।
advertisement
4/11
সাধারণ জ্ঞান প্রত্যেকের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটা বললে ভুল হবে না যে এটি পড়ুয়াদের মধ্যে পারিপার্শ্বিক সম্পর্কে সচেতনতাও তৈরি করে। আসলে, সাধারণ জ্ঞান কেবল একটি বিষয়ের জ্ঞান সম্পর্কেই চর্চা নয়; বরং এটি বিভিন্ন বিষয় সম্পর্কে পড়ুয়ার সম্যক জ্ঞান।
advertisement
5/11
প্রশ্ন ১- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি গ্রাম আছে?উত্তর ১- জানলে চমকে যাবেন যে ভারতে সবচেয়ে বেশি গ্রাম থাকা রাজ্য হল পশ্চিমবঙ্গ। ২০১১ সালের জনগণনা অনুসারে, পশ্চিম মেদিনীপুর জেলায় সবচেয়ে বেশি সংখ্যক গ্রাম রয়েছে, যা ভারতের অন্য যে কোনও জেলার তুলনায় বেশি।
advertisement
6/11
প্রশ্ন ২- ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি জেলা রয়েছে?উত্তর ২- রাজস্থান নয়, উত্তরপ্রদেশই হল ভারতের সবচেয়ে বেশি জেলা-সহ রাজ্য। আয়তনের দিক থেকে, উত্তরপ্রদেশে মোট ৭৫ জেলা রয়েছে যার আয়তন ২,৪০,৯২৮ বর্গ কিলোমিটার। এটি দেশের যেকোনও রাজ্যের জেলার মধ্যে সর্বোচ্চ। এই জেলাগুলি ১৮ ভাগে বিভক্ত।
advertisement
7/11
প্রশ্ন ৩: বিশ্বের সবচেয়ে দামি সাপ কোনটি?উত্তর ৩: গ্রিন ট্রি পাইথন হল সবচেয়ে দামি সাপ। গ্রিন ট্রি পাইথনের (ব্লু মর্ফ) মূল্য প্রায় ৪৪,৫৮,২০০ টাকা (৪৪৫,৮০০ মার্কিন ডলার) পর্যন্ত হতে পারে। এর নীল রঙের বিশেষ প্রজাতিটি মূলত বন্য পরিবেশে বিরল।
advertisement
8/11
প্রশ্ন ৪: কোন প্রাণীর হাড় নেই?উত্তর ৪: এদের অমেরুদণ্ডী প্রাণী বলা হয়। এই ধরনের প্রাণীদের মধ্যে রয়েছে জেলিফিশ, অক্টোপাস, স্কুইড, শামুক, কেঁচো, পোকা, স্পঞ্জ, ফ্ল্যাটওয়ার্ম এবং স্টারফিশ। বেশ কিছু সামুদ্রিক প্রাণী, যেমন পোকামাকড়, কেঁচো এবং জোঁকেরও হাড় নেই।
advertisement
9/11
প্রশ্ন ৫- ভারতে প্রথম আদমশুমারি কবে পরিচালিত হয়েছিল?উত্তর ৫- ভারতের প্রথম আদমশুমারি ১৮৭২ সালে পরিচালিত হয়েছিল। তবে, ভারতে ১৮৮১ সালে প্রথম সম্পূর্ণ এবং সমন্বিত আদমশুমারি শুরু হয়েছিল। তারপর থেকে প্রতি দশ বছর পর পর নিরবচ্ছিন্নভাবে আদমশুমারি করা হয়ে আসছে।
advertisement
10/11
প্রশ্ন ৭: কোন রাজ্য সবচেয়ে বেশি আইএএস অফিসার তৈরি করে?উত্তর ৭: উত্তরপ্রদেশ হল সর্বাধিক আইএএস অফিসার থাকা রাজ্য। এরপরেই বিহার হল সেই রাজ্য যেখানে সবচেয়ে বেশি সংখ্যক শিক্ষার্থী আইএএস অফিসার হয়।
advertisement
11/11
ডিসক্লেইমার: এই খবরের সঙ্গে সম্পর্কিত তথ্য নিউজ 18 বাংলা নিশ্চিত করে না। বিশেষত আপনার সাধারণ জ্ঞান বৃদ্ধি করাই আমাদের এই প্রতিবেদনের মূল উদ্দেশ্য। আমরা বিভিন্ন নির্ভরযোগ্য ওয়েবসাইট থেকে আপনার জন্য এই ধরনের তথ্য সংগ্রহ করার চেষ্টা করেছি। এই সংক্রান্ত চূড়ান্ত জ্ঞানের জন্য অবশ্যই বিশেষজ্ঞের মত নেওয়া কাম্য।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
ভারতের কোন রাজ্য থেকে 'সবচেয়ে' বেশি 'IAS অফিসার' বেরোয় জানেন....? চমকে উঠবেন 'নামে'!