জানা গিয়েছে, পাঁচ তারা এই হোটেলে মোট ৭৩৩টি গেস্ট রুম রয়েছে৷ রয়েছে স্যুইটে থাকার রাজকীয় ব্যবস্থাও। এলাহি বন্দোবস্ত, রাজকীয় পরিষেবা যুক্ত নিউ ইয়র্ক সিটির এই আইকনিক হোটেলের প্রত্যেকটা ঘর ঘর যেন একটা ছোট খাটো স্বর্গ৷ আপনি পকেট থেকে যত টাকা খসাতে পারবেন, আপনার জন্য থাকবে তত এলাহি আয়োজন৷
advertisement
আরও পড়ুন: ‘পদত্যাগ করছেন?’, উত্তরে কী বললেন রাজীব সিনহা? রাজ্যপালের পদক্ষেপের পরেই তুমুল জল্পনা
হোটেলের ওয়েবসাইটের দেওয়া তথ্য বলছে, এই হোটেলের কোনও ঘরের কিং সাইজ বিছানায় এক রাতের জন্য পিঠ ঠেকাতে হলে, আপনার পকেট থেকে খসতে পারে ভারতীয় মুদ্রায় ন্যূনতম ৪৮ হাজার টাকা থেকে।
আরও পড়ুন: পঞ্চায়েতের মাঝেই লোকসভায় নজর! নীতীশের মেগা বৈঠকে যোগ দিতে পটনায় মমতা-অভিষেক
এ তো গেল সাধারণ ঘরের ভাড়া৷ কিন্তু, পরিষেবা এবং ঘরের আয়তনের সঙ্গে সঙ্গে উত্তরোত্তর বাড়ে ভাড়াও৷ হোটেলটির ওয়েবসাইটের তথ্য বলছে এই হোটেলের পেন্ট হাউসের স্যুইটের এক রাতের ভাড়া সাড়ে ১২ লক্ষ৷
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ফার্স্ট লেডি জিল বাইডেনের আমন্ত্রণে ২১-২৪ জুন মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন নরেন্দ্র মোদি৷ আজ, ২২ জুন আমেরিকার প্রেসিডেন্টের নৈশভোজে আমন্ত্রিত তিনি৷