সেই রেশ ধরেই শুরু হচ্ছে নতুন আরও একটা বছর৷ এই বছরটার দিকে তাকিয়ে থাকতে হবে সকলকেই৷ কারণ, এ বছরের শুরুতেই নতুন করে তৈরি হয়েছে করোনার আতঙ্ক৷ করোনার প্রজাতির বিরুদ্ধে লড়াইয়ে অনেকটা ঐক্যবদ্ধ হতে চলেছে লড়াই৷ প্রস্তুত প্রশাসনও৷ রাজনৈতিক ঘটনাবলীর দিক থেকে আগামী বছর যথেষ্টই গুরুত্বপূর্ণ৷ আগামী বছর ভারতে লোকসভার নির্বাচন৷ সেই দিকে তাকিয়ে থাকবে গোটা দেশই৷
advertisement
এ ছাড়াও আগামী বছরের শুরুতে ভারতে রামমন্দিরের উদ্বোধনের মতো বৃহৎ এক অনুষ্ঠান রয়েছে৷ গোটা দেশই তাকিয়ে থাকবে সেই দিকে৷ শুধু ঘটনা হিসাবে নয়, ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিনও বটে৷ সেই ঘটনা ঘটতে চলেছে আগামী বছরের একেবারে শুরুতেই৷ আর তারপর, ফেব্রুয়ারি-মার্চ মাস থেকেই শুরু হয়ে যাবে নির্বাচনের প্রস্তুতি৷
সব মিলিয়ে আগামী বছরের খবরের কারবারিদের ক্ষেত্রে এক ঘটনাবহুল সময় কাটতে চলেছে৷ এই শেষ বছর, পুরোটা সময় জুড়ে নিউজ১৮ বাংলার পাঠকরা ছিলেন আমাদের সঙ্গে৷ ছিলেন আমাদের প্রতিটি পদক্ষেপে৷ পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন, ক্রিকেট বিশ্বকাপ থেকে শাহরুখ খানের একের পর এক ব্লকবাস্টার, সবেতেই পাঠক ছিলেন আমাদের ছায়াসঙ্গী হয়ে৷ বছরের সঙ্গী পাঠকদের তাই আলাদা করে নববর্ষের শুভেচ্ছা৷ আগামী বছর আরও ভাল কাটুক, আরও সুন্দর হয়ে উঠুক আপনার জীবন৷