মাত্র সতেরো বছর বয়সে ঘর ছেড়েছিলেন। বেশকিছুদিন কাটিয়েছিলেন হিমালয়ে। কেমন ছিল সেইসব দিন ? ম্যান ভার্সেস ওয়াইল্ডের সঞ্চালক বিয়ার গ্রিলসকে জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রীকে নিয়ে আরও অনেক অজানা কথা জানা যাবে ডিসকভারি চ্যানেলে বারোই অগাস্ট ম্যান ভার্সেস ওয়াইল্ডে, রাত নটায়। দ্বিতীয় ভিডিও প্রকাশ হতেই ভাইরাল।
আরও পড়ুন - রোহিতের মুখে নিজের নাম শুনে যা করলেন বিরাট কোহলি, দেখে নিন ভাইরাল ভিডিও
advertisement
প্রকাশ পেল ম্যান ভার্সেস ওয়াইল্ডের আরও একটি ভিডিও। বিয়ার গ্রিলসের সঙ্গে বনে জঙ্গলে ঘুরে দুঃসাহসিক অভিযান করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উত্তরাখন্ডের জিম করবেট ন্যাশনাল পার্কে হয়েছে এই অনুষ্ঠানের শুটিং। জঙ্গলে কীভাবে নিজের আত্মরক্ষা করতে হয়। সেবিষয়ে মোদিকে শেখান গ্রিলস। প্রধানমন্ত্রী বলেন জঙ্গলে কোনও বিপদ নেই। আমরা প্রকৃতির বিরুদ্ধে গেলেই বিপদের শুরু হয়। মানুষও তখন বিপজ্জনক হয়ে ওঠে।
আরও দেখুন