TRENDING:

Adi Shankaracharya in Kedarnath: কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন Narendra Modi-র, উত্তরাখণ্ডের রাজনীতিতে কেদারনাথ তাস

Last Updated:

Adi Shankaracharya in Kedarnath: উত্তরাখণ্ডে ৪০০ কোটির প্রকল্প নিয়ে হাজির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার সাতসকালে কেদারনাথ মন্দিরে পুজো দিলেন। আদি শঙ্করাচার্যের সমাধিসৌধের উন্মোচন করলেন। কেদারপুরী-সহ একগুচ্ছ প্রকল্পের উদ্বোধনে নির্বাচনী কৌশল দেখছেন অনেকে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি : দু'দিন আগে গ্লাসগো। দেশে ফিরেই জম্মু উপত্যকায় পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। নওশেরায় সেনা ছাউনিতে প্রতিবারের মতো জওয়ানদের সঙ্গে দীপাবলি উদযাপন করেছেন। তারপর শুক্রবার, দীপাবলির ঠিক পরের দিনটিতে সকালেই উত্তরাখণ্ড। প্রথমেই কেদারনাথ (Kedarnath) মন্দিরে যান প্রধানমন্ত্রী। পুজো দেন। জলাভিষেক এবং রুদ্রাভিষেকে অংশ নেন। আরতি করেন।৮ বছর আগে প্রাকৃতিক  বিপর্যয়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল   সমগ্র কেদারনাথ-সহ উত্তরাখণ্ড। ক্ষতিগ্রস্থ হয়েছিল শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রটিও। মোদি এদিন মন্দির চত্বরে আদি শঙ্করাচার্যের (Adi Shankaracharya in Kedarnath) সমাধিসৌধের উন্মোচন করলেন।
New statue of adi shanka unveiled in Kedarnath by PM Narendra Modi- Photo Doordarshan/Video grab
New statue of adi shanka unveiled in Kedarnath by PM Narendra Modi- Photo Doordarshan/Video grab
advertisement

বলে রাখা ভালো, প্রধানমন্ত্রী (Narendra Modi) হওয়ার পর বেশ কয়েকবারই কেদারনাথ (Kedarnath) সফরে গিয়েছেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। এটা ছিল তাঁর পঞ্চমবারের সফর। ২০২২ সালের আগামী বিধানসভা নির্বাচনের প্রাক্কালে যার বিশেষ রাজনৈতিক তাৎপর্য (Kedarnath has become political hotspot of uttarkhand) রয়েছে বৈকি।২০১৩-র প্রাকৃতিক বিপর্যয়ের পর মোদি কেদারনাথের পুণনির্মাণের জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলেন। কিন্তু, তখন অনুমতি মেলেনি। এরপর প্রধানমন্ত্রী হওয়ার পর তিনি বেশ কয়েকবারই কেদারনাথ সফর করেছেন এবং বহু কোটি টাকা ব্যয়ে নয়া কেদারপুরী নির্মাণে সচেষ্ট হয়েছেন। মোদির ঐকান্তিক চেষ্টায় কেদারপুরী নির্মাণের কাজ ৯০ শতাংশ সম্পূর্ণ হয়েছে।

advertisement

আরও পড়ুন- T20 WC: বায়োবাবলের মধ্যে থেকেই Diwali সেলিব্রেট করলেন ভারতীয় ক্রিকেটাররা, Photos

৮ বছর আগে প্রাকৃতিক  বিপর্যয়ে কার্যত লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল   সমগ্র কেদারনাথ-সহ উত্তরাখণ্ড। ক্ষতিগ্রস্থ হয়েছিল শঙ্করাচার্যের সমাধিক্ষেত্রটিও। মোদি এদিন মন্দির চত্বরে আদি শঙ্করাচার্যের সমাধিসৌধের উন্মোচন করলেন। একটি পাথর কেটে ১২ ফুট উচ্চতার এই মূর্তি মাইসুরুর শিল্পী অরুণ যোগিরাজ-সহ ৯ জন শিল্পী গত এক বছর ধরে তৈরি করেছেন। শঙ্করাচার্যের (Adi Shankaracharya) এই মূর্তির ওজন ৩৫ টন। আদি গুরু শঙ্করাচার্যের ১৮টি মূর্তি তৈরি করা হলেও প্রধানমন্ত্রীর সম্মতিতে একটি মাত্র মূর্তি বাছাই করা হয়। ২০১৩ সালে উত্তরাখণ্ডে বিধ্বংসী বন্যায় আদি শঙ্করাচার্যের মূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ায় তা পুনরায় নির্মাণ করা হল। অষ্টম শতাব্দীর দ্রষ্টা আদিগুরু শঙ্করাচার্য কেদারনাথেই মোক্ষ লাভ করেছিলেন।

advertisement

আরও পড়ুন - Subrata Mukherjee Passed Away: ‘‘আমার একজন দামী খরিদ্দার চলে গেল’’- চাওয়ালা

ওদিকে,  শনিবার থেকে বন্ধ হয়ে যাচ্ছে কেদারনাথ মন্দিরের দরজা। তার আগেই কেদারনাথ সফর সেরে নিলেন প্রধানমন্ত্রী।এদিন সকাল সাড়ে ৭টা নাগাদ দেরাদুন বিমানবন্দরে পৌঁছন মোদি। সেখানে তাঁকে স্বাগত জানাতে হাজির ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং এবং মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। দেরাদুন থেকে ভারতীয় বায়ুসেনার থেকে হেলিকপ্টারে কেদারনাথ যাত্রা করেন মোদি। রুদ্রাভিষেক এবং মূর্তি উন্মোচনের পাশাপাশি ৪০০ কোটি টাকার কেদারনাথ ধাম পুনর্গঠন কর্মসূচির অগ্রগতির পর্যালোচনা করেন তিনি। নতুন প্রকল্পের উদ্বোধনও করেন। মোদি বলেছেন, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত কেদারনাথ তীর্থক্ষেত্র পুনর্গঠনের কথা বার বারই আমার অন্তর বলেছে। কথা দিয়েছিলাম। কথা রাখলাম। বাবা কেদারনাথের ইচ্ছেয় সব সম্ভব হল।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

RAJIB CHAKRABORTY

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Adi Shankaracharya in Kedarnath: কেদারনাথে আদি শঙ্করাচার্যের মূর্তি উন্মোচন Narendra Modi-র, উত্তরাখণ্ডের রাজনীতিতে কেদারনাথ তাস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল