সংবিধানের ৭৯ অনুচ্ছেদ তুলে ধরেছে আদিবাসী কংগ্রেস। তাদের বক্তব্য, ” সংবিধান অনুযায়ী সংসদ তৈরি হবে রাষ্ট্রপতিকে নিয়ে এবং সেখানে দুটি সভা থাকবে। একটি হবে রাজ্যগুলির সভা এবং অপরটি হল জনপ্রতিনিধিদের সভা।” একইসঙ্গে তারা মনে করিয়ে দিয়েছে ২০২০ সালে সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে।
advertisement
আদিবাসী সমাজের বক্তব্য, এর মধ্যে দিয়ে সমাজের দলিত এবং আদিবাসী সম্প্রদায়ের প্রতি কেন্দ্রীয় সরকারের মনোভাব স্পষ্ট হয়। ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠানে রামনাথ কোভিন্দ এবং ভবনের উদ্বোধনে দ্রৌপদী মূর্মুকে আমন্ত্রণ না জানানোয় সমাজের দলিত এবং আদিবাসী সমাজের মনে গভীর আঘাত লেগেছে বলে উল্লেখ করা হয়েছে বিবৃতিতে।
প্রসঙ্গত উল্লেখ্য, সংসদ ভবন উদ্বোধন নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সেখানে আবেদন করা হয়েছে, যেন নতুন সংসদ ভবনের উদ্বোধন করেন রাষ্ট্রপতি, সেই বিষয়ে দেশের শীর্ষ আদালত যেন সংসদের সচিবালয়কে নির্দেশ দেয়৷ অভিযোগ করে বলা হয়েছে, ভারত সরকার ভারতীয় সংবিধানকে লঙ্খন করছে, সংবিধানের প্রতি যথেষ্ট সম্মান প্রদর্শন করছে না৷
এই বিষয়ে মামলা করেছেন অ্যাডভোকেট সি আর জয়া সুকিন৷ আবেদনে লেখা হয়েছে, ‘ভারতের সংসদ দেশের সর্বোচ্চ আইনসভা৷ তার মধ্যে রয়েছেন দেশের রাষ্ট্রপতি ও রয়েছে দু’টি কক্ষ৷ রাজ্যসভা ও লোকসভা৷ ভারতের রাষ্ট্রপতি সংসদের এক অবিচ্ছেদ্য অঙ্গ৷ তা হলে কেন নতুন সংসদ ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের অনুষ্ঠান থেকে ও বর্তমানে উদ্বোধনের অনুষ্ঠান থেকে রাষ্ট্রপতিকে বাইরে রাখা হল৷ এই ঘটনার ফলে দেশের মানুষের প্রতি এক প্রকার অসম্মান প্রদর্শন করা হল৷’
রাজীব চক্রবর্তী