বাড়ল আয়করের উর্ধ্বসীমা ৷ অর্থমন্ত্রীর ঘোষণা, পাঁচ লাখ টাকা পর্যন্ত আগের মতোই দিতে হবে না কোনও কর ৷ ৫ লাখ থেকে ৭.৫ লাখ আয়ে ২০ শতাংশের বদলে এবার দিতে হবে মাত্র ১০ শতাংশ ৷ ৭.৫ লাখ থেকে ১০ লাখ টাকা আয়ে দিতে হবে ১৫ শতাংশ ৷ আগে এই ট্যাক্স স্ল্যাবে আয়কর দিতে হত ১০ -১২.৫ লাখ আয়ে দিতে হবে মাত্র ২০ শতাংশ ৷ ১২.৫ লাখ থেকে ১৫ লাখ টাকা বার্ষিক আয়ে দিতে হবে ২৫ শতাংশ কর ৷ ১৫ লক্ষের বেশি আয়ে কর ৩০ শতাংশ ৷ এর ফলে ১৫ লক্ষের আয়ে বাঁচবে ৭৮ হাজার টাকা ৷ একইসঙ্গে অর্থমন্ত্রী সীতারমনের ঘোষণা, নতুন কর কাঠামোয় নতুন নিয়ম ৷ নয়া হারে কর দিলে মিলবে না কোনও কর ছাড় ৷ তবে পুরনো কর পরিকাঠামো অনুসারে কর দিলে আয়করদাতারা আগের মতোই ট্যাক্স ছাড় পাবেন ৷
advertisement
নতুন আয়কর কাঠামোয় করছাড়ের ১০০টি ক্ষেত্রের মধ্যে ৭০টি কর ছাড় তুলে নিল মোদি সরকার ৷ বাজেটে নির্মলা সীতারমনের ঘোষণা অনুযায়ী, নয়া কর কাঠামো বেছে নিলে যেসব ক্ষেত্রে আর কর ছাড় মিলবে না তা হল-
- লিভ ট্রাভেল অ্যালায়েন্স খাতে আর করছাড় পাবেন না বেতনভোগীরা ৷ কোম্পানির নীতি অনুযায়ী চাকুরিজীবীরা চার বছরে দুবার LTA খাতে টাকা পেতেন ৷
- সাধারণত বেতনভোগী কর্মচারীদের মাসমাইনের একটি অংশই হল হাউস রেন্ট অ্যালায়েন্স বা গৃহঋণ ৷ বাড়ি ভাড়ায় আর করছাড় মিলবে না ৷
- ৫০ হাজার টাকার অবধি বর্তমানে স্ট্যান্ডার্ড ডিডাকশন মিললেও নয়া ব্যবস্থায় এই সুবিধে থাকছে না
-সেকশন ১৬-এর অন্তর্ভুক্ত প্রফেশনাল ট্যাক্স কাটালেও মিলবে না কর ছাড় ৷ বিনোদন খাতে পাওয়া ভাতাও আর থাকছে না কর ছাড়ের আওতায় ৷
- সেকশন ২৪-এর অন্তর্ভুক্ত, হোম লোন শোধ করার সময় সুদেও মিলবে না আর কর ছাড় ৷
- এতদিন পরিবারের পেনশনে সেকশন ৫৭-এর ক্লজ (iia) আওতায় ১৫ হাজার টাকা পর্যন্ত ট্যাক্স ছাড় পাওয়া যেত ৷ তা এবার বিলোপ করা হল৷
- সেকশন ৮০সি আওতায় যে কর ছাড় এতদিন মিলত তা তুলে নিল সরকার ৷ এর মধ্যে ELSS, NPS, PPF -এর মতো বিনিয়োগ রয়েছে ৷
- সেকশন ৮০ডি-এ অনুযায়ী মেডিক্যাল ইনসিওরেন্স প্রিমিয়াম উপর যে কর ছাড় মিলত নয়া কর কাঠামোয় আর তা মিলবে না ৷
-সেকশন ডিডি এবং সেকশন ডিডিবি-এর আওতায় ডিসেবিলিটি উপর পাওয়া ট্যাক্স বেনিফিট আর কর মুক্ত নয় ৷
- সেকশন ৮০জি-এর আওতাভুক্ত কোনও স্বেচ্ছাসেবী সংগঠন অর্থাৎ চ্যারিটেবল ইনস্টিটিউশনে দেওয়া অর্থেও আর মিলবে না কর ছাড়
- নতুন কর কাঠামোয় section 80CCC, 80CCD, 80D, 80DD, 80DDB, 80E, 80EE, 80EEA, 80EEB, 80G, 80GG, 80GGA, 80GGC, 80IA, 80-IAB, 80-IAC, 80-IB, 80-IBA- আর কর ছাড় মিলবে না ৷
নয়া কর কাঠামোয় কত আয়কর দিতে হবে, হিসেব করুন এখানে