আরও পড়ুন: কাল থেকে বন্ধ মদের দোকান, বার! দেশের কোন ৩ শহরে? জেনে নিন!
এই নতুন নিয়ম অনুযায়ী যদি কেউ কোনও পোষ্যের সঙ্গে বেরোন, তবে তাঁকে সার্ভিস লিফট বা এলিভেটর ব্যবহার করতে হবে। যদি প্রতিবেশীরা অনুমতি দেন কিংবা তাঁদের কোনও আপত্তি না থাকে তবেই তাঁরা সাধারণ লিফট ব্যবহার করতে পারবেন। যদি কোনও পোষ্য কোনও ব্যক্তিকে কামড়ে দেয় বা আহত করে সেক্ষেত্রে ওই ব্যক্তির চিকিৎসার সমস্ত খরচ পোষ্যের মালিককেই বহন করতে হবে। এই গাইডলাইন অনুযায়ী ওই এলাকায় কুকুর, বিড়ালদের নির্বীজকরণ কর্মসূচিও চালাতে হবে।
advertisement
এছাড়াও, সরকারি এবং বেসরকারি অংশীদারিত্বে অসুস্থ এবং পথ কুকুরদের জন্য থাকার বন্দোবস্ত করা হবে। এছাড়াও পোষ্যের জন্য আপৎকালীন নম্বরেরও বন্দোবস্ত করা হয়েছে এই শহরে। শহরে পোষ্যের সংখ্যা জানার জন্য তাঁদের রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার কথাও বলা হয়েছে এই গাইডলাইনে।
আরও পড়ুন: মহিলারা এখনও নিরাপত্তাহীনতায় ভোগেন, বিশেষ বার্তা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর
এরইসঙ্গে, শহরের পরিচ্ছন্নতার কথা মাথায় রেখে, যারা পথ কুকুরদের খাবার খাওয়াতে চান তাঁদের জন্য নির্দিষ্ট জায়গার বন্দোবস্ত করার কথা বলা হয়েছে। আপাতত এই শহরের সমস্ত পোষ্যের রেজিস্ট্রেশন সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। কিন্তু, যদি উপরের নিয়মগুলি পোষ্য মালিকরা না মানেন বা নিয়ম ভাঙেন তবে ২ হাজার টাকার জরিমানা ধার্য করা হয়েছে বলে জানানো হয়েছে।