দেশজুড়ে বিভিন্ন স্টেশন পরিস্কার করতে উদ্যোগ নিয়েছে রেল। বিভিন্ন জোনের ডিআরএম, স্টেশন ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছিল সচেতনতা বাড়াতে। কিন্তু তাতে যে কাজের কাজ হয়নি, তার প্রমাণ উঠে এল সমীক্ষাতেই।
: পরিচ্ছন্নতা, যাত্রীদের মতামত, পার্কিং, ওয়েটিং রুমের অবস্থার নিরিখে স্টেশনগুলিকে দু'ভাগে ভাগ করা হয়। সাবারবান ও নন সাবারবান।
আরও পড়ুন - ‘প্রকৃত প্রেম’ -কে খোলামেলা বার্তা দিলেন অনুষ্কা শর্মা
advertisement
সাবারবান গ্রুপ ক্যাটাগোরিতে প্রথম দশের মধ্যে পাঁচ নম্বরে সাঁতরাগাছি স্টেশন। নন সাবারবান গ্রুপে তিন নম্বরে রয়েছে নিউ ফরাক্কা৷
নিউ জলপাইগুড়ি, মালদহ জংশন, আসানসোল, দুর্গাপুর, হাওড়া, খড়গপুরের মত বিভিন্ন বড় স্টেশনের হাল বেশ খারাপ। প্রথম একশোর মধ্যেই জায়গা হয়নি অনেকের। স্বচ্ছ্বতার বিচারে প্রথম হয়েছে উত্তরপশ্চিম রেল। সাত নম্বরে রয়েছে উত্তর-পূর্ব সীমান্ত রেল। দক্ষিণ-পূর্ব রেল রয়েছে ১৫ নম্বরে।
আরও দেখুন