দিল্লিতে গত মাস থেকেই দূষণের ছবিটা ভয়াবহ হয়ে উঠেছে। সেই পরিস্থিতি আরও বিগড়ে দিয়েছে দীপাবলির পর থেকে। রাজধানীর বাতাসের গুণগত মান (একিউআই) কিছুতেই ‘খারাপ’ এবং ‘খুব খারাপ’ পর্যায় থেকে ভাল বা সন্তোষজনক পর্যায়ে পৌঁছচ্ছে না। রবিবারেও একিউআই ‘ভয়ানক’ পর্যায়ে পৌঁছেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ বা সিপিসিবি-এর তথ্য অনুযায়ী, রবিবার রাজধানীর একিউআই ৪২১-এ পৌঁছেছে। ফলে, দূষণের জেরে শ্বাসকষ্ট থেকে চোখ জ্বালার মতন উপসর্গ দেখা দিচ্ছে।
advertisement
এয়ার কোয়ালিটি আর্লি ওয়ার্নিং সিস্টেম (একিউইডব্লিউএস) বলছে, হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১০ কিলোমিটারের কম থাকলে দূষণকারী বস্তু ছড়িয়ে পড়তে পারে না। সে ক্ষেত্রে দূষণের মাত্রা আরও বাড়তে থাকে। একিউইডব্লিউএস বলছে, ৪ নভেম্বর, আগামী মঙ্গলবার পর্যন্ত দিল্লিতে বাতাসের গুণমান ‘অত্যন্ত খারাপ’ থাকতে পারে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
November 02, 2025 7:19 PM IST
