TRENDING:

New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর

Last Updated:

১৩ এবং ১৪ নম্বর প্ল্যাটফর্মে আচমকা হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে অন্তত ১৮ জনের মৃত্যুর ঘটনা ঘটল৷ মৃতদের মধ্যে অন্তত ১০ জন মহিলা এবং ৩ জন শিশুও রয়েছে বলে খবর৷ আরও অন্তত ১০ জন আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন৷ মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি৷
শনিবার রাতে নয়াদিল্লি স্টেশনের ছবি৷
advertisement

১৪ এবং ১৫ নম্বর প্ল্যাটফর্মে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ ট্রেন ধরতে জড়ো হওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর৷ আহতদের দ্রুত উদ্ধার করে এলএনজেপি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই ১৮ জনকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা৷

এই দুর্ঘটনার পর এক্স হ্যান্ডেলে শোকবার্তা জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার খবরে আমি মর্মাহত৷ এই ঘটনায় যাঁরা প্রিয়জনকে হারিয়েছেন, তাঁদের সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত আরোগ্য কামনা করি৷ এই দুর্ঘটনায় হতাহত প্রত্যেকের পাশে প্রশাসন সবরকম ভাবে রয়েছে৷’

advertisement

advertisement

ঘটনায় শোকপ্রকাশ করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং৷ কীভাবে পদপিষ্ট হওয়ার মতো এমন পরিস্থিতি নয়াদিল্লি স্টেশনে তৈরি হল, তা জানতে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে রেল মন্ত্রক৷

সেরা ভিডিও

আরও দেখুন
সুন্দরবনে বাঘের দৌরাত্ম্য কমছে! তবে পর্যটকদের দর্শন দিচ্ছে দক্ষিণরায়, পিছনে বড় কারণ
আরও দেখুন

যাত্রীদের পোস্ট করা যে সমস্ত ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তাতে দেখা গিয়েছে দুর্ঘটনার ঠিক আগে নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ের মধ্যে হুড়োহুড়ি এবং ধাক্কাধাক্কির মতো পরিস্থিতি তৈরি হয়েছে৷ যদিও এই দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর প্রথমে রেলমন্ত্রকের পক্ষ থেকে দাবি করা হয়, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট হওয়ার মতো কোনও ঘটনাই নাকি ঘটেনি৷ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও সমাজমাধ্যমে দাবি করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যেই রয়েছে৷

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
New Delhi Station Stampede: নয়াদিল্লি স্টেশনে প্রবল ভিড়ে পদপিষ্ট হয়ে ১৮ জনের মৃত্যু, শোকপ্রকাশ প্রধানমন্ত্রীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল