মহারাষ্ট্র, কর্নাটক,অন্ধ্রপ্রদেশ এবং দিল্লির বিভিন্ন জায়গা থেকে আরও বেশি নতুন করোনা আক্রান্তের সংখ্যা পাওয়া গিয়েছে।
দিল্লিতে নতুন করে ২৩ করে নতুন কেস পাওয়া গিয়েছে। অন্ধ্রপ্রদেশে শেষ ২৪ ঘন্টায় চার জন, তেলেঙ্গানায় একজন এবং বেঙ্গালুরুতে নয় মাসের শিশুও কোভিড আক্রান্ত হয়েছে।
আরও পড়ুন: তলিয়ে গেলেন পাহাড়ি খাদে, সহ-যোদ্ধাদের বাঁচাতে গিয়ে শহিদ ভারতীয় সেনার লেফটেন্যান্ট শশাঙ্ক
advertisement
মে মাসের তথ্য অনুযায়ী এলএফ.৭ এবং এনবি.১.৮ সাবভ্যারিয়েন্ট ইতিমধ্যেই নজরদারি চালানো হচ্ছে। এই ভ্যারিয়েন্টগুলি ইতিমধ্যেই চিন এবং এশিয়ার বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে।
আরও পড়ুন: ‘বেড রেডি রাখুন’- বাড়ছে কোভিড আক্রান্তের সংখ্যা, পরিস্থিতি আয়ত্তের বাইরে যাওয়ার আগেই…
এনবি.১.৮ সাবভ্যারিয়েন্ট এপ্রিলের তামিলনাড়ুতে একটি কেস এবং এলএফ.৭ সাবভ্যারিয়েন্টে গুজরাতে মে মাসে একটি কেস পাওয়া গিয়েছে।
দিল্লি সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই বিষয়ে নির্দেশিকা জারি করেছে। যদিও বিশেষজ্ঞদের মতামত এখনই ভয় পাওয়ার কিছু নেই।