ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক বয়স্ক মহিলা বেগুসরাইয়ের সদর হাসপাতালে স্পেশাল নিউবর্ণ কেয়ার ইউনিট (এনসিইউ) নির্দ্বিধায় ঢুকে পড়ছেন। এরপরেই তিনি ওই শিশুপুত্রকে একটি চাদরে জড়িয়ে নিয়ে ওই চত্বর ছেড়ে চলে যান।
আরও পড়ুন: পোষ্য আছে? এই শহরে থাকলে মানতেই হবে কিছু নিয়ম, নইলেই গুনতে হবে মোটা জরিমানা!
সূত্রের খবর গত শনিবার রাত ১০টা বেজে ৩০মিনিট নাগাদ ওই শিশুটির জন্ম দেন লোহিয়া নগরের বাসিন্দা নন্দিনী দেবী। রবিবার, যখন ওই পরিবারের লোকজন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে আসেন, তখনই তাঁদের ব্যাপারটি নজরে আসে। নন্দিনী দেবীর স্বামী অভিযোগ জানান, তিনি তাঁর সদ্যোজাতকে শেষবার দেখতে পেয়েছিলেন রবিবার দুপুর ২টো নাগাদ। কিন্তু, শিশুটিকে কিছুতেই তাঁর হাতে দেওয়া হয়নি বলে জানান তিনি। এরপরেই তিনি হাসপাতালে পৌঁছে তাঁর স্ত্রীকে জানান। কিন্তু, নার্স কিছুতেই তাঁদের শিশুকে পরিবারের হাতে তুলে দেয়নি। আর, রবিবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।
আরও পড়ুন: ‘দেহ দাহ করার এত তাড়া কেন ছিল?’ দিল্লিতেও উঠল আওয়াজ, সমাধান হলেই কাজে যোগ
এই ঘটনার প্রেক্ষিতে, ওই হাসপাতালের ডাক্তার প্রমোদ কুমার সিং বলেন, “অনেক মানুষ হাসপাতাল চত্বরে আসেন। তাঁদের মধ্যে থেকে কে শিশুটির মা বা পরিবারের সদস্য তা বোঝা কঠিন।”
প্রথমদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও কোনও সদুত্তর দিতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই গোটা ঘটনা সামনে আসে।