গত বছরের মে মাসে ম্যাগির নমুনায় সীসার মাত্রাতিরিক্ত উপস্থিতির জন্য ব্যান করা হয় ম্যাগিকে ৷সীসা খাবারের জন্য উপযুক্ত নয় বলে দেশজুড়ে ম্যাগির উপর নিষেধাজ্ঞা জারি করে এফএসএসএআই ৷ এই অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় নুডলস প্রডাক্টটিকে ভারতের বাজার থেকে বিদায় নিতে হয়েছিল ৷ অন্তত ৪০ কোটি ম্যাগির প্যাকেট ধ্বংস করে নেসলে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য সরকারি ল্যাবে ম্যাগির নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতে বিপদমুক্ত ঘোষণা করা হয় ম্যাগিকে ৷ গত বছরের নভেম্বরেই বাজারে ফিরেছিল ম্যাগি ৷
advertisement
Location :
First Published :
March 09, 2016 4:32 PM IST