TRENDING:

আরও একবার পরীক্ষায় ফেল করল ম্যাগি

Last Updated:

বারাব্যাঙ্কির সরকারি ল্যাবে আরও একবার অকৃতকার্য হল ম্যাগির নমুনা ৷ খাদ্যের গুণগতমানের পরীক্ষায় অকৃতকার্য নেসলে ম্যাগি নুডলস টেস্টমেকার ৷ ম্যাগি নুডলসে মাত্রাছাড়া সীসার উপস্থিতির জন্য বারাব্যাঙ্কি ল্যাব নেসলে ম্যাগিকে সুরক্ষিত সার্টিফিকেট দিতে অস্বীকার করে ৷ ৫ ফেব্রুয়ারি সফেদাবাদের সুধাংশু কুল কর্ণার নামের দোকান থেকে ম্যাগির এই নমুনাটি সংগ্রহ করেছিল ফুড সেফটি এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#উত্তরাখণ্ড: বারাব্যাঙ্কির সরকারি ল্যাবে আরও একবার অকৃতকার্য হল ম্যাগির নমুনা ৷ খাদ্যের গুণগতমানের পরীক্ষায় অকৃতকার্য নেসলে ম্যাগি নুডলস টেস্টমেকার ৷ ম্যাগি নুডলসে মাত্রাছাড়া সীসার উপস্থিতির জন্য বারাব্যাঙ্কি ল্যাব নেসলে ম্যাগিকে সুরক্ষিত সার্টিফিকেট দিতে অস্বীকার করে ৷ ৫ ফেব্রুয়ারি সফেদাবাদের সুধাংশু কুল কর্ণার নামের দোকান থেকে ম্যাগির এই নমুনাটি সংগ্রহ করেছিল ফুড সেফটি এ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন ৷
advertisement

গত বছরের মে মাসে ম্যাগির নমুনায় সীসার মাত্রাতিরিক্ত উপস্থিতির জন্য ব্যান করা হয় ম্যাগিকে ৷সীসা খাবারের জন্য উপযুক্ত নয় বলে দেশজুড়ে ম্যাগির উপর নিষেধাজ্ঞা জারি করে এফএসএসএআই ৷ এই অভিযোগের ভিত্তিতে জনপ্রিয় নুডলস প্রডাক্টটিকে ভারতের বাজার থেকে বিদায় নিতে হয়েছিল ৷ অন্তত ৪০ কোটি ম্যাগির প্যাকেট ধ্বংস করে নেসলে। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে অন্য সরকারি ল্যাবে ম্যাগির নমুনা পরীক্ষা করা হয় ৷ তাতে বিপদমুক্ত ঘোষণা করা হয় ম্যাগিকে ৷ গত বছরের নভেম্বরেই বাজারে ফিরেছিল ম্যাগি ৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
আরও একবার পরীক্ষায় ফেল করল ম্যাগি